বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ফাইল ছবি

ঐক্যফ্রন্ট ছাড়তে বিএনপিকে ইরানের হুঁশিয়ারি

ড. কামাল হোসেন, আ স ম আবদুর রব ও কাদের সিদ্দিকী সরকারের এজেন্ডা নিয়ে কাজ করছেন।

মোক্তাদির হোসেন প্রান্তিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ১৭:১৮ আপডেট: ০৭ মে ২০১৯, ১৭:১৮
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ১৭:১৮ আপডেট: ০৭ মে ২০১৯, ১৭:১৮


বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ফাইল ছবি

(প্রিয়.কম) বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ২০ দলীয় জোট ছাড়ার পরের দিনই জোটের আরেক শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বিএনপিকে জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়ার সময় বেঁধে দিয়েছেন।

গতকাল সোমবার রাতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টকে বেশি গুরুত্ব এবং নিজেদের অবজ্ঞা, অবহেলার শিকার হয়েছে অভিযোগ করে ২০ দলীয় জোট ছাড়েন পার্থ।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘আমরা ছোট দল। বিএনপির মতো বড় দলকে আলটিমেটাম দিতে পারি না। বিএনপির সঙ্গে আমাদের দীর্ঘ ১২ বছরের একত্রে পথচলা। এই পথে চলতে গিয়ে আমরা বহু ত্যাগ করেছি, বহু নির্যাতন সহ্য করেছি। কিন্তু বিএনপি নির্বাচনের আগে হঠাৎ ঐক্যফ্রন্ট গঠন করে ২০ দলীয় জোটের গুরুত্ব কমিয়ে দেয়, যা আমরা মানতে পারিনি কখনো। তাই আমরা বিএনপিকে ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়ার জন্য এবং কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির জন্য কর্মসূচি দিতে আগামী ২৩ মে পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যে বিএনপি সিদ্ধান্ত না নিতে পারলে ২৪ তারিখে আমরা আমাদের সিদ্ধান্ত নিব।’

তিনি বলেন, ‘শুধু আমার দল নয়, আমি যদি ২০ দলীয় জোটে না থাকি, অন্তত আরও চার থেকে পাঁচটি দল এই জোট থেকে বেরিয়ে যাবে। এই বিষয়ে তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে।’

ইরান বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট ও ড. কামালদের সঙ্গে জোট করা ছিল ভুল। তারা ছিল সরকারি এজেন্ট। সরকারি এজেন্ডা বাস্তবায়ন করেছে। এখন কয়েকজন সংসদ সদস্য নিয়ে তারা আবার সংসদে যোগদান করে অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে। এই সিদ্ধান্ত বড় ধরনের ভুল। তাই আমরা বলেছি, অবিলম্বে ঐক্যফ্রন্ট ভেঙে দিতে হবে। অন্যথায় আমরা আমাদের সিদ্ধান্ত জানাব।’

ডা. ইরান বলেন, ‘গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সরকারের একটা মিশন নিয়ে এসেছেন ঐক্যফ্রন্টে। সরকারের এজেন্ডা নিয়েই তারা কাজ করছেন। এ কারণে বিএনপিকে ঐক্যফ্রন্ট ছাড়তে হবে। যার কারণে বিএনপিকে ড. কামালদের ছাড়তে হবে।’

ইরান আরও বলেন, ‘২০ দলীয় জোটই আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত জোট। পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে জোটকে বাইরে রাখা হয়েছে। আওয়ামী লীগের একটা এজেন্ডা হচ্ছে এই ঐক্যফ্রন্ট।

প্রিয় সংবাদ/আজাদ চৌধুরী

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...