রোজাদারের ইফতার। ফাইল ছবি

এবার সবচেয়ে দীর্ঘ সময়ের রোজা আলজেরিয়ায়

প্রথম রোজার দিন আলজেরিয়াবাসীদের ১৫ ঘণ্টা ৩০ মিনিট রোজা রাখতে হবে।

মোক্তাদির হোসেন প্রান্তিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ১৫:৪৪ আপডেট: ০৬ মে ২০১৯, ১৫:৪৪
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ১৫:৪৪ আপডেট: ০৬ মে ২০১৯, ১৫:৪৪


রোজাদারের ইফতার। ফাইল ছবি

(প্রিয়.কম) এবার আরব বিশ্বের দেশগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে আলজেরিয়ায়। এই রমজানে আলজেরিয়ায় রোজাদারদের গড় পড়তায় ১৬ ঘণ্টা খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকতে হবে। আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনোমি সেন্টার এ তথ্য জানিয়েছে।

তথ্যানুয়ায়ী, প্রথম রোজার দিন আলজেরিয়াবাসীদের ১৫ ঘণ্টা ৩০ মিনিট রোজা রাখতে হবে। পবিত্র এই মাসের শেষদিনে এটা পৌঁছাবে ১৬ ঘণ্টায। বাহরাইনের মুসলিমদের রমজানের প্রথম দিন ১৪ ঘণ্টা ৪২ মিনিট রোজা রাখতে হবে। আর রমজানের শেষদিন তা হবে ১৫ ঘণ্টা ১৫ মিনিট।

দীর্ঘ সময়ের রোজার তালিকায় আরব দেশগুলোর মধ্যে সৌদি আরবের অবস্থান তৃতীয়। দেশটিতে রমজানের প্রথম দিন ১৪ ঘণ্টা ৪০ মিনিট রোজা রাখতে হবে। এবং রমজানের শেষদিনের রোজা হবে ১৫ ঘণ্টা ১২ মিনিট। মিসরে রমজানের প্রথম দিন ১৫ ঘণ্টা ৩ মিনিট রোজা রাখতে হবে। দেশটিতে শেষদিনের রোজা হবে ১৫ ঘণ্টা ৪৩ মিনিট।

এ ছাড়াও ফিলিস্তিনে ১৫ ঘণ্টা ৪ মিনিট/১৫ ঘণ্টা ৪৬ মিনিট; ইরাকে ১৫ ঘণ্টা ১৫ মিনিট/১৬ ঘণ্টা ১ মিনিট; সিরিয়ায় ১৫ ঘণ্টা ১৭ মিনিট/১৬ ঘণ্টা ২ মিনিট; লেবাননে ১৫ ঘণ্টা ১৫মিনিট/১৬ ঘণ্টা ২ মিনিট ও জর্ডানে ১৫ ঘণ্টা ১২ মিনিট/১৫ ঘণ্টা ৫৪ মিনিট।

প্রিয় সংবাদ/রুহুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...