কাঁচের দরজা বা জানালা পরিষ্কার করতে বাগানে পানি দেওয়ার স্প্রেয়ার কাজে আসবে। ছবি: সংগৃহীত

প্রিয় টিপস: ৩০ এপ্রিল, ২০১৯

জেনে নিন কাঁচের দরজা ও জানালার ময়লা সহজে দূর করার উপায়টি।

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ১২:২২ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ১২:২২
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ১২:২২ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ১২:২২


কাঁচের দরজা বা জানালা পরিষ্কার করতে বাগানে পানি দেওয়ার স্প্রেয়ার কাজে আসবে। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিন খুব কাজে লাগে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত একটি টিপস।

জানালা-দরজায় কাঁচ ব্যবহার করা হয় ইদানিং, একে ‘থাই গ্লাস’ বলা হয় সাধারণত। এ ধরনের স্লাইডিং গ্লাসের দরজা বা জানালা দৃষ্টিনন্দন হলেও তা ময়লা হয় সহজে। সাধারণ গ্লাস ক্লিনার দিয়ে এসব কাঁচের আনাচকানাচে ভালোভাবে পরিষ্কার করা সম্ভব হয় না। জেনে নিন কাঁচের দরজা ও জানালার ময়লা সহজে দূর করার উপায়টি।

এর জন্য আপনার কাজে আসবে গার্ডেন স্প্রেয়ার। বাগান বা টবের গাছপালায় পানি বা কীটনাশক দেওয়ার জন্য অনেকেই স্প্রেয়ার ব্যবহার করেন। ভালো মানের একটি স্প্রেয়ার ভালো করে ধুয়ে নিন যাতে এর ভেতরে আর কীটনাশক অবশিষ্ট না থাকে। এরপর এতে পানি ভরে কাঁচে স্প্রে করুন। দেখবেন কাঁচের নকশা, আনাচকানাচে সব জায়গার ময়লা ধুয়ে চলে যাচ্ছে।

প্রিয় লাইফ/আশরাফ

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...