সিঙ্ক পরিষ্কার করতে ভুলে যাচ্ছেন না তো? ছবি: সংগৃহীত

প্রিয় টিপস: ২০ এপ্রিল, ২০১৯

জেনে নিন রান্নার একটি উপকরণ দিয়েই স্টেইনলেস স্টিলের সিঙ্ক চকচকে করে তোলার উপায়টি।

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৮:২৮ আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০৮:২৮
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৮:২৮ আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০৮:২৮


সিঙ্ক পরিষ্কার করতে ভুলে যাচ্ছেন না তো? ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিন খুব কাজে লাগে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত একটি টিপস।

রান্নাঘরের সব জিনিসপত্র যে সিঙ্কে ধোয়া হয়, সেই সিঙ্কটা কিন্তু পরিষ্কারের কথা ভুলে যান অনেকেই। আবার পরিষ্কার করা হলেও তাতে পানির ফোঁটা ফোঁটা দাগ কিন্তু রয়েই যায়! এই দাগ দূর করবেন কী করে? জেনে নিন রান্নার একটি উপকরণ দিয়েই স্টেইনলেস স্টিলের সিঙ্ক চকচকে করে তোলার উপায়টি।

প্রথমত, সিঙ্কটাকে পরিষ্কার করতে হবে। প্রথমেই গরম পানি ও ডিশ ওয়াশিং সাবান দিয়ে সিঙ্ক পরিষ্কার করে নিন। একটা কিচেন টাওয়েল বা ন্যাকড়া দিয়ে সিঙ্ক মুছে নিন। এরপর সিঙ্কে বেশ করে ময়দা ছড়িয়ে নিন যাতে মোটামুটি পুরু একটা প্রলেপ পড়ে। এরপর আরেকটি ন্যাকড়া দিয়ে ঘষে ঘষে পলিশ করে নিন। দেখবেন চকচকে হয়ে উঠেছে এই সিঙ্ক, দূর হয়ে গেছে সব দাগ।

প্রিয় লাইফ/রুহুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...