শুক্রবার ভোররাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের ১১৪ নং কক্ষে এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

জাবিতে র‌্যাগিং: সিনিয়রের থাপ্পড়ে জুনিয়রের কান ফাটল

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, ‘এ ঘটনাটি হল প্রশাসন বিচার করবে। হল প্রশাসন চাইলে আমরা প্রয়োজনে সর্বাধিক সহযোগিতা করব।’

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ১৭:০৩ আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ১৮:৪৯
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ১৭:০৩ আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ১৮:৪৯


শুক্রবার ভোররাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের ১১৪ নং কক্ষে এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাপ্পড় মেরে জুনিয়রের কান ফাটিয়ে দিয়েছেন সিনিয়র শিক্ষার্থী।

১৯ এপ্রিল, শুক্রবার ভোররাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের ১১৪ নং কক্ষে এ ঘটনা ঘটে।

আহত জুনিয়র শিক্ষার্থী মোশাররফ হোসেন রসায়ন প্রথম বর্ষের ছাত্র। আর সিনিয়র দুজন হলেন জাহিদ হাসান তুহিন ও নজরুল ইসলাম। দুজনেই বাংলা বিভাগ ৪৭ ব্যাচের ছাত্র। তবে তুহিন মারধরের কথা অস্বীকার করেছেন।

জানা যায়, মওলানা ভাসানী হলের গণরুমে যান হলটির ৪৭ ব্যাচের একদল শিক্ষার্থী। এ সময় তারা ৪৮ ব্যাচের সব শিক্ষার্থীকে ১১৪ নং কক্ষে একত্র হতে বলেন। এ কক্ষে নিয়মিতই প্রথম বর্ষের শিক্ষার্থীদের র‌্যাগিং করা হয়। পরে তুচ্ছ কারণে ৪৮ ব্যাচের অনেক শিক্ষার্থীকে গালাগাল ও মারধর করা হয়। একপর্যায়ে পরিচয় দিতে ভুল করায় মোশাররফকে জাহিদ হাসান তুহিন মারধর করেন। মারধরের পর তাকে ১১৩ নং কক্ষে পাঠানো হয়। সেখানে মো. নজরুল তাকে আবার মারধর করেন। এতে তার বাম কান ফেটে রক্ত বের হয়। তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। মোশাররফ ছাড়া আরও পাঁচ-ছয় জনকে মারধর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিসুর রহমান বলেন, ‘বুধবার রাত ৩টার দিকে ১০-১২ জন ছেলে একটা ছেলেকে মেডিকেলে নিয়ে আসে। তার বাম কানের বাইরের অংশে জখম ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে একজন বিশেষজ্ঞকে দেখানোর পরামর্শ দিয়েছি।’

এদিকে মারধরকারী তুহিন বলেন, ‘আমি মারধরের বিষয়ে কিছু জানি না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘এ ঘটনাটি হল প্রশাসন বিচার করবে। হল প্রশাসন চাইলে আমরা প্রয়োজনে সর্বাধিক সহযোগিতা করব।’

প্রিয় সংবাদ/কামরুল/আজাদ চৌধুরী

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...