লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা, ইনসেটে হোয়াটসঅ্যাপে মালিঙ্গার সেই মেসেজ। ছবি: সংগৃহীত

অধিনায়কত্ব না পেয়ে সতীর্থদের অবসরের বার্তা দিলেন মালিঙ্গা?

‘মালিঙ্গার বুঝা উচিত অধিনায়কত্বের চেয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা বেশি গুরুত্বপূর্ণ। যদি সে শেষ মুহূর্তে না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা তার বদলি প্রস্তুত রাখবো।’

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ১৩:০৫ আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ১৩:০৫
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ১৩:০৫ আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ১৩:০৫


লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা, ইনসেটে হোয়াটসঅ্যাপে মালিঙ্গার সেই মেসেজ। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) ২০১৯ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ১৭ এপ্রিল, বুধবার আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। চার বছর ওয়ানডে না খেলা দিমুথ করুনারত্নে পেয়েছেন অধিনায়কত্বের দায়িত্ব।

যদিও এর আগের সিরিজেও দলের অধিনায়ক ছিলেন লাসিথ মালিঙ্গা। কিন্তু বিশ্বকাপের মতো বড় আসরে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে করুনারত্নের কাঁধে। আর এতেই বোধ করি চটেছেন লাসিথ মালিঙ্গা।

বিশ্বকাপের দল ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে এক হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট। যেখানে লাসিথ মালিঙ্গা তার সতীর্থদের উদ্দেশ্যে কিছু লিখেছেন।

জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর বরাত দিয়ে জানা যায়, সিনহালা ভাষায় মালিঙ্গা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছেন, ‘আপি বিমা নাভাতা গায়েনিয়াতা সামাত ভে তানাপাতিভারায়েত। দেবিয়া ভানসে মাতা পিতুপাসিন মা সাহায়া কালা সিয়ালু দেনাতামা আশীর্বাদা’।

যার বাংলা অর্থ করলে দাঁড়ায়- ‘মাঠে হয়ত আমাদের আর দেখা হবে না। যারা আমার পাশে ছিলেন তাদের ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।’

ভাইরাল হওয়া সেই স্ক্রিনশট।

অধিনায়কত্ব না পাওয়ায় মালিঙ্গার এমন বার্তায় শোরগোল পড়ে গেছে শ্রীলঙ্কার ক্রিকেটে। সমর্থকদের মনে উৎকণ্ঠা জাগে, তবে কী অবসর নিয়ে নিচ্ছেন মালিঙ্গা? সর্বশেষ নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সিরিজে মালিঙ্গার অধীনে শ্রীলঙ্কা একটা ওয়ানডেও জেতেনি। এমন গুঞ্জনও আছে পুরো ড্রেসিংরুমে মালিঙ্গা কোনো সাহায্য পান না।

এদিকে লঙ্কান বোর্ডের এক কর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা না দিলে বিশ্বকাপ স্কোয়াডেই থাকবেন মালিঙ্গা। এ নিয়ে ওই বোর্ড কর্মকর্তার ভাষ্য, ‘জানি না তিনি ওই বার্তায় কী বুঝিয়েছেন। মালিঙ্গার বুঝা উচিত অধিনায়কত্বের চেয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা বেশি গুরুত্বপূর্ণ। যদি সে শেষ মুহূর্তে না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা তার বদলি প্রস্তুত রাখবো।’

অন্যদিকে বিবিসির লঙ্কান প্রতিনিধি আজ্জম আমিন টুইটারে লিখেছন, ‘লাসিথ মালিঙ্গার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে যে রিপোর্ট আসছে তাতে কোনো সত্যতা নেই। লাসিথ মালিঙ্গা বলেছেন এখনো তিনি কোনো সিদ্ধান্ত নেননি।’

প্রিয় খেলা/রুহুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...