নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

তৌসিফ-তিশার ‘কটন বার’

এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ইউসুফ চৌধুরী।

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০৮:৩৮ আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০৮:৩৮
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০৮:৩৮ আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০৮:৩৮


নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) ছোট পর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। অপরদিকে ভিন্নধর্মী সব চরিত্রে অভিনয় করে নাটকে নিজের অবস্থান পোক্ত করেছেন তানজিন তিশা। এবার এই জুটিকে দেখা মিলবে আসছে ঈদ উপলক্ষে নির্মিত বিশেষ একটি নাটকে। নাম ‘কটন বার’। নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ইউসুফ চৌধুরী।

১৭ ও ১৮ এপ্রিল বাংলামোটর ও পুরান ঢাকাসহ কয়েকটি লোকেশনে নাটকটির দৃশ্যধারণ হয়েছে। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচার হবে বলে জানান নির্মাতা।

নাটকটির মূল ভাবনা নির্মাতার। চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা।

১৯ এপ্রিল, শুক্রবার সকালে নির্মাতার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

উত্তরায় একটি ইলেক্ট্রনিক্স শপের সেলসম্যান মাজিদ। কটন বার দিয়ে কান চুলকানোর দায়ে জীবনটা অতিষ্ট হয়ে উঠেছে তার। প্রেমিকা বার বার আল্টিমেটাম দিচ্ছে রিলেশন ব্রেক আপের জন্য। দোকানে টিভি ফ্রিজ কিনতে এসে মাজিদের কান চুলকানী দেখে উল্টা পথ দেখছে কাস্ট মার। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

নাটকটিতে মজিদ চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। এ ছাড়া আরও অভিনয় করেছেন নিকুল কুমার মন্ডল, মনিরা মিঠু, সিয়াম নাসিরসহ আরও অনেকে।

প্রিয় বিনোদন/রুহুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...