অনেকেই এমন উজ্জ্বল আইশ্যাডো দিতে ভয় পান। ছবি: সংগৃহীত

প্রিয় টিপস: ১৫ এপ্রিল, ২০১৯

সাজের সঙ্গে মানানসই উজ্জ্বল রঙের আইশ্যাডো দেওয়ার জন্য দেখে নিতে পারেন আজকের টিপস।

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৮:৩৬ আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০৮:৩৬
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৮:৩৬ আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০৮:৩৬


অনেকেই এমন উজ্জ্বল আইশ্যাডো দিতে ভয় পান। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিন খুব কাজে লাগে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত একটি টিপস।

চোখের মেকআপ করার শত শত ট্রেন্ড প্রচলিত আছে। কিন্তু ইদানিং চলছে চোখ ভরে উজ্জ্বল রঙের আইশ্যাডো ব্যবহারের চল। অনেকেই এমন উজ্জ্বল আইশ্যাডো দিতে ভয় পান, ভাবেন হয়তো একেবারেই বেমানান দেখাবে। সাজের সঙ্গে মানানসই উজ্জ্বল রঙের আইশ্যাডো দেওয়ার জন্য দেখে নিতে পারেন আজকের টিপস।

প্রথমত, উজ্জ্বল আইশ্যাডো দেওয়ার পর তা যদি ছড়িয়ে, মেখে যায় তবে আসলে সাজ নষ্ট হয়ে যাবে। তাই প্রথমে প্রাইমার বা ওয়াটারপ্রুফ ক্রিম ব্যবহার করুন।

দ্বিতীয়ত, একটি রঙের ৩-৪ টি শেড ব্যবহার করতে হবে। যেমন আপনি গোলাপি রঙ ব্যবহার করলে, সবচেয়ে গাঢ় গোলাপি রংটি দেবেন আইলাইনারের লাইন বরাবর, আর সবচেয়ে হালকা গোলাপি রংটা দেবেন ভ্রুর নিচে অর্থাৎ ব্রো বোন বরাবর। এর পাশাপাশি সঠিক ব্রাশ ব্যবহার করাটাও জরুরি।

প্রিয় লাইফ/রুহুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...