তারেক রহমানের দুর্নীতি বাংলাদেশ সরকার নয় যুক্তরাষ্ট্রের এফবিআই উদঘাটন করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

‘আইনের স্বার্থেই তারেককে ফিরিয়ে আনার চেষ্টা’

মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে দলের প্রচার উপকমিটির সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ‌্যমন্ত্রী এসব কথা বলেন।

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ২২:১৯ আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ২২:১৯
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ২২:১৯ আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ২২:১৯


তারেক রহমানের দুর্নীতি বাংলাদেশ সরকার নয় যুক্তরাষ্ট্রের এফবিআই উদঘাটন করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

(ইউএনবি) আইন ও আদালতকে সমুন্নত রাখার স্বার্থেই সরকার বিএনপি নেতা তারেক রহমানকে ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন তথ‌্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ

‘তারেক রহমানকে ফিরিয়ে আনার চেষ্টা সরকারের রাজনৈতিক প্রতিহিংসা’—বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব‌্যের জবাবে ৯ এপ্রিল, মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে দলের প্রচার উপকমিটির সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ‌্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখানে প্রতিহিংসার কোনো কারণ নেই। তারেক রহমান যদি মনে করেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন, তাহলে তো তার নিজেরই দেশে চলে এসে আদালতে আত্মসমর্পণ করার কথা। কিন্তু তার দুর্নীতি ও হত‌্যা মামলার অপরাধ এত সুস্পষ্ট যে তার সে সৎসাহস নেই।’

আওয়ামী লীগের অন‌্যতম মুখপাত্র বলেন, ‘তারেক রহমানের দুর্নীতি বাংলাদেশ সরকার উদঘাটন করেনি, করেছে যুক্তরাষ্ট্রের এফবিআই। আর একুশে আগস্টের গ্রেনেড হামলায় তার অপরাধ সাক্ষ‌্য-প্রমাণে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি। বিএনপিরই উচিত ছিল তাকে বাদ দেয়া। কিন্তু তা না করে তারা একজন দুর্নীতি ও ফৌজদারি হত‌্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামিকে রাজনৈতিক সুরক্ষা দেবার অপচেষ্টা করছে।’

হাছান মাহমুদ বলেন, ‘দুর্নীতি বা ফৌজদারি মামলায় দণ্ড হলে যেসব দেশের সাথে চুক্তি আছে, সেখান থেকে আসামিদের ফিরিয়ে আনা হয়, কিন্তু যুক্তরাজ‌্যের সাথে চুক্তি নেই বলে সরকার সে দেশে চিঠি দিয়েছে।’

প্রিয় সংবাদ/কামরুল/আজাদ চৌধুরী

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...