কানে পানি ঢুকলে তা বের করার জন্য ব্যবহার করতে পারেন বেলুন। ছবি: সংগৃহীত

প্রিয় টিপস: ৭ এপ্রিল, ২০১৯

ছোট বাচ্চাদেরকে সাঁতার কাটতে নিয়ে গেলে বা গোসল করাতে গেলেও তাদের কানে পানি ঢুকে যেতে পারে সহজেই।

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০৮:৩৩ আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০৯:৪৯
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০৮:৩৩ আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০৯:৪৯


কানে পানি ঢুকলে তা বের করার জন্য ব্যবহার করতে পারেন বেলুন। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিন খুব কাজে লাগে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত একটি টিপস।

ছোট বাচ্চাদেরকে সাঁতার কাটতে নিয়ে গেলে বা গোসল করাতে গেলেও তাদের কানে পানি ঢুকে যেতে পারে সহজেই। এমনকি প্রাপ্তবয়স্ক মানুষের কানেও পানি ঢোকা অসম্ভব নয়। এই সমস্যাটি কিন্তু বেশ সহজেই দূর করতে পারেন আপনি। দরকার হবে শুধু একটি বেলুন।

বেলুন দিয়ে কীভাবে কানের পানি বের করবেন? মূলত বাচ্চাকে বেলুনটা ফুলাতে দিলে এই কাজে তার কান থেকে পানি বের হয়ে যাবে সহজে। বেলুনটা বড় করে ফুলানোর উৎসাহ দিন তাকে, এতে সহজেই তার কানের অস্বস্তি দূর হয়ে যাবে। এমনকি আপনি নিজেও এই পদ্ধতিতে কানের পানি বের করে ফেলতে পারেন।

প্রিয় টিপস/আশরাফ

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...