গাছের বীজ রোপণে ব্যবহার করতে পারেন ভেজা স্পঞ্জ। ছবি: সংগৃহীত

প্রিয় টিপস: ১০ মার্চ, ২০১৯

দেখে নিন কীভাবে সাধারণ একটি স্পঞ্জ ব্যবহার করে বাগান করা শুরু করতে পারেন আপনি।

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৮:৩৬ আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৮:৩৬
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৮:৩৬ আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৮:৩৬


গাছের বীজ রোপণে ব্যবহার করতে পারেন ভেজা স্পঞ্জ। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিন খুব কাজে লাগে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত একটি টিপস।

আপনি বাগান করতে চান, হয়তো বন্ধুস্থানীয় কেউ আপনাকে গাছের বীজ দিয়েছে এই শখের কথা জেনে। কিন্তু আপনার বাগান করার কোনো অভিজ্ঞতা নেই। এই বীজগুলো নিয়ে কী করবেন তা বুঝে উঠতে পারছেন না। তখন করণীয় কী? আপনার রান্নাঘরে থাকা স্পঞ্জটাই কিন্তু এ ক্ষেত্রে কাজে আসবে। দেখে নিন কীভাবে সাধারণ একটি স্পঞ্জ ব্যবহার করে বাগান করা শুরু করতে পারেন আপনি

গাছের বীজ সাধারণত ভেজা, ঝুরঝুরে মাটিতে বপন করতে হয়। কিন্তু এর বদলে স্পঞ্জ ব্যবহার করা যায় সহজেই। রান্নাঘরের একটি স্পঞ্জ ভিজিয়ে নিন। একটি প্লেটে ভেজা স্পঞ্জটা রাখুন। স্পঞ্জের ওপরে বীজগুলো ছড়িয়ে দিন, তবে একদম ঘন করে ছড়াবেন না।  এর ওপরে একটি স্বচ্ছ কাঁচের বাটি উল্টো করে দিন। আলোকিত জায়গায় রেখে দিন এই প্লেটটাকে। কিছুদিনের মাঝেই বীজগুলো অঙ্কুরোদ্গম ঘটবে। এরপর এই চারা আপনি মাটিতে বা টবে রোপণ করতে পারেন।

প্রিয় লাইফ/রুহুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...