ফেসবুক হোক কিংবা ইনস্টাগ্রাম, আরহাম ইকবাল খানের দেখা মেলে নিয়মিতই। ছবি: ইনস্টাগ্রাম

জায়নামাজে তামিম পুত্র, ছড়াচ্ছে মুগ্ধতা

‘লোকে বলে বাচ্চারা শোনে না তারা আমাদের অনুকরণ করে - এটা সত্যি।’

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৪ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৪
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৪ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৪


ফেসবুক হোক কিংবা ইনস্টাগ্রাম, আরহাম ইকবাল খানের দেখা মেলে নিয়মিতই। ছবি: ইনস্টাগ্রাম

(প্রিয়.কম) তাদের চার হাত এক হয়েছে প্রায় সাড়ে পাঁচ বছর আগে। ২০১৩ সালের ২২ জুন বান্ধবী আয়েশা সিদ্দিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। বিয়ের তিন বছরের মাথায় এই তারকা দম্পতির ঘর আলো করে জন্ম নেয় ছেলে আরহাম ইকবাল খান

দেখতে দেখতে পেরিয়ে গেছে প্রায় তিন বছর। ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা তামিম-পুত্রের বয়স এখন দুই বছর ১১ মাস ২০ দিন। অর্থাৎ তিন বছর পূর্ণ হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। এর মধ্যেই নামাজ পড়া শিখে ফেলেছেন তামিম-আয়েশার একমাত্র পুত্র।

পরিপূর্ণভাবে এখনো নামাজ আদায় করতে না পারলেও বাবা-মার দেখাদেখি জায়নামাজে বসতে শিখে ফেলেছেন আরহাম। আর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে পোস্ট করেছেন তামিম-পত্নী। ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট আরহাম জায়নামাজে বসে মোনাজাত ধরেছেন।

ছবির ক্যাপশনে লেখা, ‘লোকে বলে বাচ্চারা শোনে না তারা আমাদের অনুকরণ করে - এটা সত্যি।’

তামিম-পত্নীর পোস্ট।

ফেসবুক হোক কিংবা ইনস্টাগ্রাম, আরহাম ইকবাল খানের দেখা মেলে নিয়মিতই। তামিম-পত্নী প্রায় প্রতিদিনই ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আরহামের ছবি পোস্ট করেন। ছেলের দুষ্টুমি হোক কিংবা মা-ছেলের খুনসুটি, প্রায় প্রতিটি মুহূর্ত সবার সঙ্গে ভাগাভাগি করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি।

এই মুহূর্তে নিউজিল্যান্ড সফরে রয়েছেন তামিম। ইতোমধ্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল।

প্রিয় খেলা/ক্রিকেট

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...