রাহুল গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন অশ্বিণী কুমার। ছবি সংগৃহীত

এবার রাহুল গান্ধীকে নিয়ে সিনেমা ‘মাই নেম ইজ রাগা’

চলচ্চিত্রটিতে রাহুল গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন অশ্বিণী কুমার। নরেন্দ্র মোদির ভূমিকায় আছেন হিমন্ত কাপাডিয়া আর প্রক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চরিত্রে আছেন রাজু খের।

মোক্তাদির হোসেন প্রান্তিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৩ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৩
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৩ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৩


রাহুল গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন অশ্বিণী কুমার। ছবি সংগৃহীত

(প্রিয়.কম) মনমোমন সিং, নরেন্দ্র মোদির পর এবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নিয়ে তৈরি হলো বায়োপিক সিনেমা। ছবির নাম ‘মাই নেম ইজ রাগা’। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধী হত্যার ঘটনা থেকে শুরু হয়ে সিনেমায় উঠে এসেছে বর্তমান সময়ের চিত্র।

ছবিতে রাহুল গান্ধীর শৈশব থেকে ধীরে ধীরে রাজনীতিতে জড়িয়ে পড়া আর বিতর্কে জড়ানোর গল্পও বলেছেন নির্মাতা রুপেশ পল।

চলচ্চিত্রটিতে রাহুল গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন অশ্বিণী কুমার। নরেন্দ্র মোদির ভূমিকায় আছেন হিমন্ত কাপাডিয়া আর প্রক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চরিত্রে আছেন রাজু খের।

পরিচালক রুপেশ পলের দাবি, রাহুল গান্ধীর সব তথ্যই সবার জানা। তাই সিনেমা নির্মাণের জন্য গান্ধী পরিবার কিংবা অন্য কোনো রাজনৈতিক নেতার কাছ থেকেও অনুমতি নেননি নির্মাতা।

সম্প্রতি ছবিটির টিজার মুক্তি পেয়েছে। চার মিনিট তিন সেকেন্ডের টিজারটি নিয়ে সমালোচনা করেছেন সিনেবোদ্ধারা। অভিযোগ উঠেছে ছবিটি বায়োপিক নয় বরং প্যারোডি।

প্রিয় বিনোদন/রুহুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...