ছবিটি প্রতীকী, ইন্টারনেট থেকে সংগৃহীত

এই ১০টি মজার তথ্য জানেন কি?

এই বিচিত্র পৃথিবীর কতটুকুই বা আমরা জানি?

রুমানা বৈশাখী
বিভাগীয় প্রধান (প্রিয় লাইফ)
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪০ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪০
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪০ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪০


ছবিটি প্রতীকী, ইন্টারনেট থেকে সংগৃহীত

(প্রিয়.কম) এই বিচিত্র পৃথিবীর কতটুকুই বা আমরা জানি? আপাতদৃষ্টিতে যে ব্যাপারটিকে মনে হতে পারে খুবই সাধারণ, বাস্তবে তার আড়ালে লুকিয়ে থাকতে পারে অসাধারণ কোনো সত্য। ঠিক তেমনই কিছু মজার তথ্য নিয়ে এই ফিচার।

১। আপনি জানেন কি, মানবদেহে যে পরিমাণ কার্বন আছে তা দিয়ে ৯০০০ পেনসিল প্রস্তুত করা সম্ভব!

২। একটি নীল তিমির জিহ্বার সমান একটি হাতি!

৩। পৃথিবীতে প্রায় ৪০০০ রকমের ‘ফোবিয়া’ বা আতঙ্কের অসুখ আছে।

৪। শেক্সপিয়ার প্রায় ১৭০০ নতুন শব্দ যুক্ত করেছেন ইংরেজি ভাষায়। ‘জেসিকা’ নামটিও তার তৈরি।

৫। প্রি-ম্যাচিউর শিশুদের ক্ষেত্রে বাঁহাতি হওয়ার প্রবণতা অধিক দেখা যায়।

৬। দুটি যমজ শিশু জন্মের মাঝে সর্বোচ্চ বিরতিটি কত দিনের ছিল জানেন? ৮৭ দিন!

৭। শুকনো মুখে খাবার রাখলে আপনি কোনো স্বাদ পাবেন না। স্বাদ গ্রহণের জন্য মুখে সালাইভা বা লালা থাকা প্রয়োজন।

৮। জলদস্যুরা চোখে কালো পট্টি কেন পরত জানেন? না, অন্ধ চোখ ঢেকে রাখার জন্য নয়। বরং অন্ধকারে ভালোভাবে লক্ষ্যবস্তুকে দেখার জন্য।

৯। শনি গ্রহকে পানিতে ছেড়ে দিলে তা পানিতে ভেসে থাকবে।

সূত্র: ব্রাইট সাইড
প্রিয় লাইফ/আর বি/আজাদ চৌধুরী

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...