‘ফোরজি লীগ’ লেখা ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দেখা যায় রাজশাহীতে। ছবি: সংগৃহীত

‘এগুলো ভুয়া’

এ সংগঠনটি ভুয়া বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুল বাসেত মজুমদার।

আমিনুল ইসলাম মল্লিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৬ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৮
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৬ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৮


‘ফোরজি লীগ’ লেখা ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দেখা যায় রাজশাহীতে। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিভিন্ন সময় ‘লীগ’ শব্দটি জুড়ে দিয়ে গড়ে উঠেছে বহু সংগঠন। এবার সেই তালিকায় যোগ হয়েছে ‘ফোরজি লীগ’ নামের নতুন একটি সংগঠন। তবে এ সংগঠনটি ভুয়া বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুল বাসেত মজুমদার

১২ ফেব্রুয়ারি, মঙ্গলবার সন্ধ্যায় তিনি প্রিয়.কমের কাছে এমন মন্তব্য করেন।

ফোরজি লীগ নামে আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন আছে কি না?—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ নামে আওয়ামী লীগের কোনো ধরনের সংগঠন নেই। এগুলো ভুয়া।’

রাজশাহীর চারঘাটে ফোরজি লীগ নামের একটি সংগঠন গড়ে তুলেছেন স্থানীয় যুবকরা। ১১ ফেব্রুয়ারি, সোমবার উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এমনই ‘ফোরজি লীগ’ লেখা স্টিকারসহ ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে আসেন প্রার্থীর কর্মী-সমর্থকরা।

গতকাল সোমবার প্রথম ধাপে নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষদিনে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন জমা দিতে এসেছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফকরুল ইসলামসহ অন্য প্রার্থীরা। এ সময় প্রার্থীর সঙ্গে আসা নেতাকর্মীরা অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে তাদের নেতার সঙ্গে মিছিল করতে করতে সেখানে যান। তাদের ব্যবহৃত অটোরিকশা ও মোটরসাইকেলে ‘ফোরজি লীগ’ লেখা দেখা যায়।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সাংবাদিকদের বলেন, ‘এমন গজিয়ে ওঠা সংগঠনের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হবে। দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও দলকে বিব্রত করার জন্য সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

প্রিয় সংবাদ/আজাদ চৌধুরী

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...