বেসিস কার্যালয়ে ২০১৯-২০ অর্থবছরের তথ্যপ্রযুক্তি খাতভিত্তিক সম্মিলিত প্রাক বাজেট প্রস্তাবনা পেশ করার লক্ষ্যে সংশ্লিষ্ট খাতের বাণিজ্য সংগঠনগুলোর সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

বাজার উন্নয়নে সমন্বিত বাজেট প্রস্তাব করবে তথ্যপ্রযুক্তি সংগঠনগুলো

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে আমরা বাণিজ্য সংগঠনগুলো একযোগে কাজ করে চলেছি।’

রাকিবুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৪ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৬
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৪ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৬


বেসিস কার্যালয়ে ২০১৯-২০ অর্থবছরের তথ্যপ্রযুক্তি খাতভিত্তিক সম্মিলিত প্রাক বাজেট প্রস্তাবনা পেশ করার লক্ষ্যে সংশ্লিষ্ট খাতের বাণিজ্য সংগঠনগুলোর সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) স্থানীয় বাজারের উন্নয়ন এবং স্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের অগ্রাধিকার প্রতিষ্ঠার জন্য এবার তথ্যপ্রযুক্তি বাণিজ্য সংগঠনগুলো সম্মিলিত বাজেট প্রস্তাব পেশ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর

৯ ফেব্রুয়ারি, শনিবার বেসিস কার্যালয়ে ২০১৯-২০ অর্থবছরের তথ্যপ্রযুক্তি খাতভিত্তিক সম্মিলিত প্রাক বাজেট প্রস্তাবনা পেশ করার লক্ষ্যে সংশ্লিষ্ট খাতের বাণিজ্য সংগঠনগুলোর সভা অনুষ্ঠিত হয়। সভায় এ তথ্য জানান বেসিস সভাপতি।

তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে আমরা বাণিজ্য সংগঠনগুলো একযোগে কাজ করে চলেছি। স্থানীয় বাজারের উন্নয়ন এবং স্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের অগ্রাধিকার প্রতিষ্ঠার জন্যেই এবার তথ্যপ্রযুক্তি বাণিজ্য সংগঠনগুলো সম্মিলিত বাজেট প্রস্তাব পেশ করবে। সে লক্ষ্যেই প্রাক বাজেট (২০১৯-২০) সম্মিলিত আলোচনা সভার আয়োজন করা হয়েছে।’

অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের লক্ষ্যে বিশেষ করে স্থানীয় বাজারের অগ্রাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সম্মিলিত খসড়া বাজেট প্রস্তাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, আইএসপিএবির সভাপতি এম এ হাকিম, বাক্যের সভাপতি ওয়াহিদুর রহমান শরীফ এবং ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল।

প্রাক বাজেট প্রস্তাবনা সভায় আরও উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান, আইএসপিএবির কোষাধ্যক্ষ সুব্রত সরকার শুভ্র, বাক্যের সহ-সভাপতি তানভির ইব্রাহিম এবং বাক্যের অর্থ সম্পাদক মো. আমিনুল হক।

প্রিয় প্রযুক্তি/কামরুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...