একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপ্রত্যাশী শামীমা সুলতানা (বাঁয়ে)। ছবি: প্রিয়.কম।

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপ্রত্যাশী ঝর্ণা

শামীমা সুলতানা ঝর্ণা বিকেএসপির সহকারী অধ্যাপক ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে এখন অবসরে রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
প্রিয়.কম
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৯, ২০:১২ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯, ২২:২৯
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৯, ২০:১২ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯, ২২:২৯


একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপ্রত্যাশী শামীমা সুলতানা (বাঁয়ে)। ছবি: প্রিয়.কম।

(প্রিয়.কম) একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মানিকগঞ্জ থেকে মনোনয়নপ্রত্যাশী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নির্বাচিত সিনেট সদস্য ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অবসরপ্রাপ্ত শিক্ষক শামীমা সুলতানা ঝর্ণা।

১৬ জানুয়ারি, বুধবার বেলা সাড়ে ১২টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।

শামীমা সুলতানা ঝর্ণা বিকেএসপির সহকারী অধ্যাপক ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে এখন অবসরে রয়েছেন। ছাত্রজীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ—জাকসুর নির্বাচিত মহিলা সম্পাদিকা এবং নওয়াব ফয়জুন্নেসা হল সংসদের নির্বাচিত জিএস ছিলেন তিনি। এ ছাড়া তিনি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের সদস্য। মানিকগঞ্জের বিভিন্ন অঞ্চলে নারী অধিকার ও উন্নয়নমূলক কাজের নিয়মিত মুখ ঝর্ণা।

প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা তাকে সুযোগ দিলে মানিকগঞ্জের প্রত্যন্ত জনপদ ও সংসদীয় এলাকায় জনকল্যাণমূলক কাজে আরও ব্যাপকভাবে অংশগ্রহণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন ঝর্ণা। এ ছাড়াও নারীর ক্ষমতায়ন এবং সাভার, ধামরাই, মানিকগঞ্জ ও রাজবাড়ি জেলার হারানো লোকজ সংস্কৃতির বিকাশে কাজ করতে চান এই শিক্ষাবিদ।

প্রিয় সংবাদ/রুহুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...