ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারকে ফুলেল শুভেচ্ছা জানান আইপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং তথ্যপ্রযুক্তিবিদ জাকারিয়া স্বপন। ছবি: প্রিয়.কম

মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রতিমন্ত্রী পলককে অভিনন্দন জানাল আইপে

গত সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে মোস্তাফা জব্বার এবং একই মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন জুনাইদ আহমেদ পলক।

রাকিবুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০১৯, ১৬:০৭ আপডেট: ১০ জানুয়ারি ২০১৯, ১৬:৪৪
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০১৯, ১৬:০৭ আপডেট: ১০ জানুয়ারি ২০১৯, ১৬:৪৪


ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারকে ফুলেল শুভেচ্ছা জানান আইপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং তথ্যপ্রযুক্তিবিদ জাকারিয়া স্বপন। ছবি: প্রিয়.কম

(প্রিয়.কম) দ্বিতীয় মেয়াদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার এবং তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে অভিনন্দন জানিয়েছে আইপে সিস্টেমস লিমিটেড।

১০ জানুয়ারি, বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিজ নিজ কার্যালয়ে তাদের ফুলেল শুভেচ্ছা জানান আইপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রিয়.কমের প্রতিষ্ঠাতা তথ্যপ্রযুক্তিবিদ জাকারিয়া স্বপন

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফুলেল শুভেচ্ছা জানান আইপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং তথ্যপ্রযুক্তিবিদ জাকারিয়া স্বপন। ছবি: প্রিয়.কম

এ সময় উপস্থিত ছিলেন আইপের হেড অব বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি মোহাম্মাদ আবুল খায়ের চৌধুরী, হেড অব মার্চেন্ট রায়হান ফাইয়াজ ওসমানি, টেকনিক্যাল লিড মহসিন খান, হেড অব অপারেশনস সাইফুল আলম মোহাম্মদ কবির, হেড অব স্ট্র্যাটেজিক পার্টনারশিপ জামিল উদ্দিন ভূঁইয়া।

এর আগে ৭ জানুয়ারি (সোমবার) মোস্তাফা জব্বার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী এবং একই মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন জুনাইদ আহমেদ পলক।

উল্লেখ্য, গত বছর দেশে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে দেশের প্রথম অনলাইনভিত্তিক অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান ‘আইপে’। প্রতিষ্ঠানটি ক্যাশলেস সোসাইটি তৈরিতে কাজ করে যাচ্ছে।

প্রিয় প্রযুক্তি/কামরুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...