গোল করেই জেমি ভার্ডির ডিগবাজি। ছবি : মেইল অনলাইন

নতুন বছরের প্রথম গোল ভার্ডির

গডিসন পার্কের ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে একমাত্র গোলটি করেন ভার্ডি। ২০১৯ সালে ইউরোপের শীর্ষ সারির লিগে এটাই প্রথম গোল।

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০১৯, ০৯:১৮ আপডেট: ০২ জানুয়ারি ২০১৯, ০৯:১৮
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০১৯, ০৯:১৮ আপডেট: ০২ জানুয়ারি ২০১৯, ০৯:১৮


গোল করেই জেমি ভার্ডির ডিগবাজি। ছবি : মেইল অনলাইন

(প্রিয়.কম) নতুন বছরের প্রথম দিনেই মাঠে গড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। মঙ্গলবার তিনটি ম্যাচ ছিল। দিনের প্রথম ম্যাচে লেস্টার সিটিকে আতিথ্য দেয় এভারটন। তবে নতুন বছরের প্রথম ম্যাচেই পরাজয় দেখেছে স্বাগতিক দল। জেমি ভার্ডির একমাত্র গোলে এদিন পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটি।

গডিসন পার্কের ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে একমাত্র গোলটি করেন ভার্ডি। ২০১৯ সালে ইউরোপের শীর্ষ সারির লিগে এটাই প্রথম গোল। নতুন বছরের প্রথম গোল, ভার্ডির উদযাপনেও ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস।

এর ফলে এভারটনের বিপক্ষে সরাসরি সাত গোলে সংশ্লিষ্ট হলেন জেমি ভার্ডি। নিজে করেছেন পাঁচ গোল। বাকি দুই গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন তিনি। এ ছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে ভার্ডির সবচেয়ে বেশি গোল রয়েছে কেবল লিভারপুলের বিপক্ষে। অলরেডদের বিপক্ষে তার করা গোলের সংখ্যা আটটি।

সূত্র : বিবিসি

প্রিয় খেলা/রুহুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...