অনুষ্ঠানের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

সিডনিতে কবিতার জন্য এক বিকেল

অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক সংগঠন ‘কবিতা বিকেল’ এর দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে সিডনির ওয়ালী পার্কের হরাইজন এম্পিথিয়েটারে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়।

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ১৬:১৭ আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ১৬:১৮
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ১৬:১৭ আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ১৬:১৮


অনুষ্ঠানের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে কবিতা বিকেল বাংলা সংস্কৃতি উৎসব-২০১৮ উদযাপিত হয়েছে।

অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক সংগঠন ‘কবিতা বিকেল’ এর দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে সিডনির ওয়ালী পার্কের হরাইজন এম্পিথিয়েটারে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়।

ওইদিন দুপুর দুইটায় কবিতা বিকেলের সদস্যরা ‘অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে’ আগমনী সংগীত পরিবেশন করেন। এরপর আমন্ত্রিত অতিথিদের নিয়ে সংগঠনের সভাপতি মাহমুদা রুনু মঙ্গল প্রদ্বীপ জ্বালিয়ে এবং বেলুন উড়িয়ে উৎসবের শুভ উদ্বোধন করেন।

অতিথিবৃন্দের মধ্যে ছিলেন, অস্ট্রেলিয়া মিস্টার মার্ক কুরি, মেম্বার ফর লেজিস্লেটিভ কাউন্সিল, অস্ট্রেলিয়া মিস্টার লউ আমাটো, ক্যান্টারবেরি সিটি কাউন্সিলর নাজমুল হুদা, লিংকার্স রিয়েল এস্টেটের কর্ণধার মাহমুদ হোসেন দিলু ও ডা: আয়াজ চৌধুরী প্রমুখ।

লালন, জীবনানন্দ এবং মুস্তাফা মনোয়ার নামে তিনটি ভিন্ন মঞ্চে বৃন্দ আবৃত্তি, গান, নাটক, পুঁথিপাঠ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, শিল্পকর্ম প্রদর্শনী এবং পুতুল নাচের সমন্বয়ে অনুষ্ঠান সাজানো হয়েছে।

প্রবাসে বাংলা সংস্কৃতি বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ নাজমুল আহসান খান’কে ‘কবিতা বিকেল সম্মাননা-২০১৮’ প্রদান করা হয়।

মুস্তাফা মনোয়ার মঞ্চে পুতুল নাচ এবং জন মার্টিনের রচনা ও প্রযোজনায় নাটক ‘লীভ মি এলোন’ মঞ্চস্থ হয়েছে।

এ ছাড়াও ছবির হাটে দিনব্যাপী স্থানীয় বাঙালি শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে।

প্রিয় বিনোদন/গোরা 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...