অমিতাভ বচ্চন। ছবি : সংগৃহীত

৮৫০ জন কৃষকের ঋণ পরিশোধ করছেন অমিতাভ

মোট সাড়ে পাঁচ কোটি টাকার ঋণ একাই পরিশোধ করবেন তিনি।

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ১৪:১৭ আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ১৪:১৭
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ১৪:১৭ আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ১৪:১৭


অমিতাভ বচ্চন। ছবি : সংগৃহীত

(প্রিয়.কম) কৃষি ঋণ মওকুফ ইস্যুতে ভারতের রাজনীতি এখন সরব। দিল্লি পুলিশ কৃষকদের ‘কিষাণ ত্রান্তি পদযাত্রায়’ লাঠিচার্জ চালিয়ে সেই ইস্যুকে আরও উসকে দেয়। তবে এবার আশার খবর শোনালেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, উত্তরপ্রদেশের ৮৫০ জন কৃষকের ঋণ একাই শোধের সিদ্ধান্ত নিয়েছেন বিগবি৷। মোট সাড়ে পাঁচ কোটি টাকার ঋণ একাই পরিশোধ করবেন তিনি।

সরকারি একটি সংস্থার সাহায্যে উত্তরপ্রদেশের ৪৪টি পরিবারের তালিকা পৌঁছে গিয়েছে অমিতাভের হাতে। তাদের মধ্যে কারো পরিবারের সদস্য কৃষি ঋণ শোধ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আবার কারো পরিবারের সদস্য ভারতীয় সেনার জওয়ান ছিলেন। এই সমস্ত পরিবারগুলোকেই বেছে নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চল থেকে। কেবল ৪৪টি পরিবারই নয়, সমাজকর্মী অজিত সিংয়ের সংস্থাকেও সাহায্য করছেন অমিতাভ বচ্চন। যে সমস্ত মহিলা ও শিশুদের জোর করে পতিতাবৃত্তিতে নামিয়ে দেওয়া হয়, তাদের উদ্ধার করে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করেন অজিত সিং-এর সংস্থা। মানসিক ভারসাম্যহীনদের জন্য কাজ করেন সমাজকর্মী শ্রাবণী দাস রায়। তাকেও সাহায্য দিচ্ছেন অমিতাভ।

অমিতাভ তার ব্লগে লিখেন, ‘৪৪টি পরিবারের মধ্যে কেউ তাদের কাছের মানুষকে হারিয়ে কার্যত নিঃস্ব হয়ে পড়েছেন। কারো ভালবাসার মানুষ শহিদ হয়েছেন। এদের জন্য কিছু করতে পেরে আমি খুশী। দেশের অন্যান্য প্রান্তে বসবাসকারী এমন মানুষদের জন্যও কাজ করা বাকি রয়ে গিয়েছে…ওটাও হবে৷’

সূত্র: এনডিটিভি 

প্রিয় বিনোদন/গোরা 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...