৯ বছরের শিশুর সঙ্গে বাঘ। ছবি: সংগৃহীত

বাঘের সঙ্গে ৯ বছরের শিশুর ‘বন্ধুত্ব’ (ভিডিও)

মেয়েটি বাঘের বাচ্চাটির নাম রেখেছে কাব হুনিউ। কাব হুনিউ অর্থ বাঘের মেয়ে।

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ১৪:৫০ আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ১৪:৫০
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ১৪:৫০ আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ১৪:৫০


৯ বছরের শিশুর সঙ্গে বাঘ। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) ৯ বছরের শিশুর সঙ্গে ‘বন্ধুত্ব’ হয়েছে একটি বাঘের বাচ্চার। সান জিয়াওজিন নামের ওই মেয়েটির নিত্যদিনের খেলার সাথী হয়ে উঠেছে বাঘটি। শুধু খেলাই নয়, তাকে গোসল করানো, এমনকি বোতল দিয়ে দুধও পান করায় মেয়েটি। বাঘটিকে সঙ্গে নিয়ে বাইরে বেড়াতে যাওয়ার ভিডিও প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সামজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে বাঘের বাচ্চাটির সঙ্গে চীনে বসবাসরত ওই শিশুটির ভিডিও ছড়িয়ে পড়েছে। 

চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে দি ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, জিয়াওজিন চীনের ফুজিয়ান প্রদেশের ডোনঘু চিড়িয়াখানার এক কর্মকর্তার মেয়ে। তিন মাস আগে ওই বাঘের শাবকটির জন্ম হয়। এরপর থেকে বাঘের শাবকটির সঙ্গে শিশুটি খেলা শুরু করে।                                                       

জিয়াওজিনের বাবা বলেন, তার মেয়ে বাঘের ওই বাচ্চাটির নাম রেখেছে কাব হুনিউ। কাব হুনিউ অর্থ বাঘের মেয়ে। তিনি আরও বলেন, ‘মেয়ের বন্ধুরা ওর পোষা বাঘটিকে ভয় পেলেও জিয়াওজিন ওকে বন্ধু হিসেবেই মনে করে। বাঘটিও ওর সাথে খেলতে পছন্দ করে। স্কুল থেকে আসা মাত্র ওর কাছে দৌড়ে যায় বাঘের বাচ্চাটি।’

প্রিয় সংবাদ/আজহার

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...