সাবেক সরকারি কর্মকর্তা মোক্তার আহমদ। ছবি: প্রিয়.কম

ইসি সচিবের বাবা আর নেই

বুধবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

প্রদীপ দাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৬ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৭
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৬ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৭


সাবেক সরকারি কর্মকর্তা মোক্তার আহমদ। ছবি: প্রিয়.কম

(প্রিয়.কম) নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদের বাবা সাবেক বন কর্মকর্তা মোক্তার আহমদ আর নেই। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

১৯ সেপ্টেম্বর, বুধবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মোক্তার আহমদ মারা গেছেন। 

ইসি সচিবালয়ের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক কাজী মো. রেজাউল করিম বলেন, ‘আমার ফুফা বুধবার বিকাল ৫টা ২৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত ও কিডনিজনিত রোগে ভুগছিলেন।’

রেজাউল করিম জানান, মরহুম মোক্তার আহমদ বন বিভাগ থেকে অবসরে যান এবং মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর। আজ (বুধবার) বাদ এশা ধানমন্ডিস্থ তাকওয়া মসজিদে তার নামাজের জানাজা শেষে মরদেহ কক্সবাজারে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার (২০ সেপ্টম্বর) কক্সবাজারে পারিবারিক কবরস্থানে মোক্তার আহমদকে দাফন করা হবে।

প্রিয় সংবাদ/কামরুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...