আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি

‘সিংড়া উপজেলা হবে তথ্য-প্রযুক্তির মিনি সিঙ্গাপুর’

প্রতিমন্ত্রী বলেন, এই প্রশিক্ষিত জনবলের মাধ্যমেই ২০২১ সালের মধ্যে ৫০০ কোটি ডলার অর্জিত হবে।

রাকিবুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৮ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৮
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৮ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৮


আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি

(প্রিয়.কম) নাটোরের সিংড়ায় নির্মিত হতে যাচ্ছে হাই-টেক পার্ক। এই পার্কটির কাজ শেষ হলে সিংড়া উপজেলা তথ্য-প্রযুক্তির ‘মিনি সিঙ্গাপুর’ হিসেবে পরিচিতি পাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

১৯ সেপ্টেম্বর, বুধবার সিংড়ায় এই হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

পলক বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, একই সঙ্গে তথ্য-প্রযুক্তিতে বৈদেশিক মুদ্রা অর্জনে একরকম উল্লম্ফন সৃষ্টি হবে। এই প্রশিক্ষিত জনবলের মাধ্যমেই ২০২১ সালের মধ্যে পাঁচ বিলিয়ন (৫০০ কোটি) ডলার অর্জিত হবে। আর এ ক্ষেত্রে চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলা হবে তথ্য-প্রযুক্তির ‘‘মিনি সিঙ্গাপুর’’।’

প্রতিমন্ত্রী জানান, সিংড়াতে ইনকিউবেশন সেন্টার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। এসব প্রতিষ্ঠানের কাজ শেষ হলে চলনবিল ইকোনোমিক হাবে পরিণত হবে। এই হাই-টেক পার্কে সিংড়ার পাঁচ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ও সচিব হোসনে আরা বেগম বলেন, ‘আইটি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে দেশের সাতটি স্থানে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। নাটোর সদরেও একটি আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন শেষ হয়েছে।’

‘এখান থেকে যে দক্ষ জনসম্পদ তৈরি হবে, তারা যেন তাদের মেধাকে কাজে লাগাতে পারে, তাই গড়ে তোলা হচ্ছে এই হাই-টেক পার্ক। এই প্রকল্প বাস্তবায়ন হলে নাটোরে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এ ছাড়া এই প্রকল্প থেকে আড়াই হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।’

প্রিয় প্রযুক্তি/আজহার

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...