পবন সাংসদ নিশিকান্ত দুবের পা ধোয়া পানি পান করেন। ছবি: সংগৃহীত

নেতার পা ধোয়া ময়লা পানি পান করলেন কর্মী (ভিডিও)

অনেকেই প্রশ্ন তোলেন, কীভাবে দলীয় নেতাদের এ ধরনের আচরণকে প্রশ্রয় দিলেন বিজেপির এই সাংসদ?

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৬ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৬
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৬ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৬


পবন সাংসদ নিশিকান্ত দুবের পা ধোয়া পানি পান করেন। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন প্রভাবশালী সংসদ সদস্যের পা ধুইয়ে দিয়ে দলটির একজন কর্মী প্রকাশ্যে সেই ময়লা পানি পান করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই সেই ভিডিওটি ঘিরে চলছে নিন্দার ঝড়।

সম্প্রতি ঝাড়খন্ডের গোড্ডায় বিজেপির এক প্রচারণা সমাবেশে ঘটনাটি ঘটে।

অনুষ্ঠানে পবন নামে বিজেপির এক কর্মী ‘প্রতিশ্রুতি পূরণের জন্য’ এমপির প্রতি কৃতজ্ঞতা জানাতে তার পায়ের কাছে বসে একটি পিতলের থালায় নিশিকান্ত দুবের পা ধুইয়ে দেন। এরপর ওই কর্মী সোজা ওই পিতলের থালা থেকে সেই পা-ধোয়া ময়লা পানি পান করেন। অনেকেই সেই দৃশ্য মোবাইল ফোনে রেকর্ড করেন। আর সেই দৃশ্যই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরই শুরু হয় সমালোচনা।

অনেকেই প্রশ্ন তোলেন, কীভাবে দলীয় নেতাদের এ ধরনের আচরণকে প্রশ্রয় দিলেন বিজেপির এই সাংসদ? 

ঝাড়খন্ডের ওই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের দাবি, তাকে নিয়ে অযথাই সমালোচনা করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার অনুগামী-সমর্থকরা যে আমায় কতটা ভালোবাসেন সেটাই তারা বুঝতে পারছেন না।’

এদিকে কংগ্রেস ও মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি) দুবের সমালোচনা করে বলেছে, ‘বিজেপি নেতাদের দাম্ভিকতা চরম অবস্থায় পৌঁছে গেছে।’

বিজেপির কেউ কেউ অবশ্য বলছেন, ওই অনুগামী নেতার পা ধুইয়ে দেওয়ার পর সেই পানিটা যে পান করবেন সেটাই নাকি তারা বুঝতে পারেননি। আর তাই তাকে ঠেকানো সম্ভব হয়নি।

নিচের ক্লিপে দেখুন ভিডিওটি।

                                                                                                       

নিশিকান্ত দুবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে পরবর্তী সময়ে একটি মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ‘আমাদের ঝাড়খন্ডে এভাবেই অতিথিদের বরণ করা হয়। ভগবান শ্রীকৃষ্ণও তার পরম সুহৃদ সুদামাকে এভাবেই স্বাগত জানিয়েছিলেন। আশা করি একদিন আমিও দলের নিবেদিতপ্রাণ কর্মী পবন ভাইয়ার পা ধুইয়ে দেওয়ার সুযোগ পাব।’

সূত্র: বিবিসি, টাইমস অব ইন্ডিয়া

প্রিয় সংবাদ/আশরাফ/আজাদ চৌধুরী

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...