সম্পর্কে প্রতারণা চলে আসছে আদিকাল থেকেই। ছবি: প্রিয়.কম

যে ১০টি লক্ষণে বুঝবেন তার একাধিক প্রেমিকা আছে!

প্রেমিক অন্য কারও সাথে সম্পর্কে জড়িয়ে আছে, তার শক্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত মেয়েরা প্রেমিকের গুণগান গেয়ে যান। কীভাবে বুঝবেন ভালোবাসার পুরুষটির আপনি বাদেও অন্য আরও প্রেমিকা আছে কিনা?

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৬ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৭
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৬ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৭


সম্পর্কে প্রতারণা চলে আসছে আদিকাল থেকেই। ছবি: প্রিয়.কম

(প্রিয়.কম) একজন মানুষের একাধিক প্রেমিকা! না, এটা তেমন অবাক হবার কিছু নয়। সম্পর্কে প্রতারণা চলে আসছে আদিকাল থেকেই। এরপরেও একজন নারী সহজে তার প্রেমিককে অবিশ্বাস করেন না। প্রেমিক অন্য কারও সাথে সম্পর্কে জড়িয়ে আছে, তার শক্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত তিনি প্রেমিকের গুণগান গেয়ে যান। আপনি কিন্তু কয়েকটি লক্ষণ দেখেই বুঝে ফেলতে পারেন আপনার প্রেমিকের একাধিক সম্পর্ক রয়েছে। দেখে নিন, লক্ষণগুলো মিলে যাচ্ছে কিনা-

১) তিনি আপনাকে সময় দিতে পারেন না। অনেক সময়েই দেখা যায়, আপনি দেখা করতে চাইলে তিনি এড়িয়ে যাচ্ছেন।

২) আপনার সাথে দেখা করার বদলে অন্য কিছু করছেন তিনি, কী করছেন সেটা আবার আপনাকে জানাচ্ছেন না! আপনি জিজ্ঞেস করলে এড়িয়ে যাচ্ছেন, জানার জন্য চাপাচাপি করলে দায়সারা কোনো একটা জবাব দিয়ে দিচ্ছেন।

৩) তিনি প্ল্যান ক্যানসেল করতে পটু।  অনেক সময়েই আপনার সাথে দেখা করার কথা থাকলেও তিনি হুট করেই প্ল্যান ক্যানসেল করছেন। সমস্যা হিসেবে নেহায়েতই হাস্যকর কিছু অজুহাত দেখাচ্ছেন যেমন, পেট ব্যথা বা মাথাব্যথা।

৪) শুধু যে প্ল্যান ক্যানসেল তা নয়, অনেক সময়ে তিনি হুট করে আপনার সাথে দেখা করতে চাইতে পারেন।  এটা কীসের লক্ষণ? হয়তো তার অন্য কোনো প্রেমিকার সাথে দেখা করার কথা ছিল।  ওই প্রেমিকা ক্যানসেল করায় আপনার সাথে দেখা করতে চাচ্ছেন তিনি।

৫) তিনি আপনাদের সম্পর্ককে কোনো নাম দিতে চান না।  সম্পর্কের প্রথম দিকে এ বিষয়টি স্বাভাবিক। কিন্তু সম্পর্ক বেশ কিছুদূর অগ্রসর হবার পরেও তিনি যদি দাবি করেন আপনারা ‘শুধুই বন্ধু’, তিনি সম্পর্কটাকে ‘জটিল’ করতে চান না, বা আপনাকে ‘স্বাধীনতা’ দিতে চাচ্ছেন, তাহলে হয়তো তার আরও প্রেমিকা আছে এবং তিনি শুধু আপনার সাথে জড়িয়ে যেতে চান না।

৬) তিনি যদি সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় না থাকেন, তাহলে একটু লক্ষ্য রাখুন। অনেকেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না তেমন। তবে ফেসবুক, ইনস্টাগ্রাম থাকার পরেও তিনি তেমন একটা পোস্ট করেন না। যাতে প্রেমিকারা তাদের সাথে তোলা সেলফি পোস্ট করতে চাপাচাপি করতে না পারে, সে কারণেই হয়ত তিনি পোস্ট কম করেন।

৭) তিনি চান না আপনি তার বাসায় বা অফিসে আসুন।  কারণ আপনি সেখানে উপস্থিত হলে দেখা যাবে পরিবারের কেউ, অথবা সহকর্মী তার অন্য প্রেমিকার কথা বলে দিয়েছে। এমনকি দুই প্রেমিকা একসাথে সেখানে উপস্থিত হতে পারে।  এ কারণে তিনি খুব শক্তভাবে তার বাসায় বা অফিসে যোগাযোগ করতে নিষেধ করে দেন।

৮) তাকে ঘণ্টার পর ঘণ্টা খুঁজে পাওয়া যায় না। তিনি হয়তো সারা সপ্তাহ আপনার সাথে টেক্সট চালাচালি করে যাচ্ছেন। অথচ শুক্র-শনিবারে তাকে খুঁজেই পাওয়া যায় না। কোনোভাবেই যোগাযোগ করা যায় না। আবার রবিবার থেকে তিনি আগের মতোই কথা বলে যাচ্ছেন। এমনটা হলে খটকা লাগাই স্বাভাবিক।

৯) তার ফোন সবসময় ‘ডেড’ থাকে।  আপনি তাকে ফোন করে পান না। আবার তিনি যখন আপনার সাথে আছেন, তখনো তার ফোন অফ। তিনি দাবি করেন চার্জ দিতে ভুলে গেছেন। এমনটা একবার দুবার হতে পারে, বারবার নয়। হয়তো আপনার সামনে অন্য প্রেমিকার ফোন ধরতে চান না বা মেসেজ চেক করতে চান না বলেই তিনি ফোন অফ করে রাখেন।

১০) সবশেষে আপনার নিজের অনুভূতিকে প্রাধান্য দিন। আপনার কি মনে হচ্ছে তার কোনো একটা সমস্যা আছে? তিনি আপনার সাথে বিশ্বস্ত নন? এমন মনে হলে তার সাথে খোলাখুলি কথা বলুন এবং তাকে জানান, আপনি এমন খেলো একটা সম্পর্কে থাকতে রাজি নন।

সূত্র: কসমোপলিটান

প্রিয় লাইফ/ আর বি 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...