গাড়ির ড্যাশবোর্ডে রাখা আইফোন ৬ হঠাৎ করেই বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ছবি: সংগৃহীত

চলন্ত গাড়িতে আইফোন ৬ ফোনে আগুন

ভিডিওতে দেখা গেছে, গাড়ির ড্যাশবোর্ডে রাখা আইফোন ৬ হঠাৎ করেই বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় এবং ফোনটি ধ্বংস হয়ে যায়।

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৮, ২১:২৫ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ২০:১৬
প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৮, ২১:২৫ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ২০:১৬


গাড়ির ড্যাশবোর্ডে রাখা আইফোন ৬ হঠাৎ করেই বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) আবারও স্মার্টফোনে বিস্ফোরণের ঘটনা। আর এবার চীনের সাংহাইয়ে চলন্ত গাড়িতে অ্যাপলের আইফোন ৬-এ আগুন ধরে গেছে এবং গাড়ির ভেতরের ড্যাশক্যামে এই ভিডিও ধরা পড়েছে।

ইইসি মিডিয়ার প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, গাড়ির ড্যাশবোর্ডে রাখা আইফোন ৬ হঠাৎ করেই বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় এবং ফোনটি ধ্বংস হয়ে যায়।

ভিডিওতে আরও দেখা গেছে, গাড়ির ভেতরে থাকা ব্যক্তিরা আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকেন। তবে এই দুর্ঘটনায় তারা আহত হননি।

গ্যাজেটস নাউয়ের খবরে বলা হয়, আইফোন ৬-এর বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে জানা গেছে, এই ফোনের মালিক চীনের স্থানীয় দোকান থেকে ছয় মাস আগে একটি ব্যাটারি রিপ্লেস করেছিলেন।

স্মার্টফোন বিস্ফোরণের ঘটনা এই প্রথম নয়। ভারতেও বেশ কয়েকবার এই ফোন বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিশ্লেষকরা ফোনের লিথিয়াম আয়ন ব্যাটারিকে এই বিস্ফোরণের জন্য দায়ী করে থাকেন।

স্মার্টফোনে আগুন ধরে যাওয়ার ভিডিওটি।

সূত্র: গ্যাজেটস নাউ

প্রিয় প্রযুক্তি/আজাদ চৌধুরী

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...