স্পেকট্রিক্স-ডি৮০ মডেলের কুলিং মেমোরি। ছবি: সংগৃহীত

দেশের বাজারে অ্যাডাটার এয়ার কুলিং মেমোরি

লাল, সবুজ এবং নীল রঙের সমন্বয়ে আরজিবি নামক আলোকচ্ছটা এই মাদার বোর্ড প্রযুক্তিকে অনন্য করেছে। এই আলোক প্রযুক্তিকে গ্রাহক নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০৭ আগস্ট ২০১৮, ১৫:২২ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ২০:১৬
প্রকাশিত: ০৭ আগস্ট ২০১৮, ১৫:২২ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ২০:১৬


স্পেকট্রিক্স-ডি৮০ মডেলের কুলিং মেমোরি। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) দেশের বাজারে ডাবল ডেটা রেইট (ডিডিআর) প্রযুক্তির হাইব্রিড লিকুইড এয়ার কুলিং মেমোরি নিয়ে এসেছে তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাডাটা।

৭ আগস্ট, মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্সপিজি (এক্সট্রিম পারফরম্যান্স গিয়ার) গেমিং সিরিজের ‘স্পেকট্রিক্স-ডি৮০’ বিশ্বের প্রথম মেমোরি মড্যুলটিতে শীতলীকরণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মেমোরি যন্ত্রাংশটি অ্যালুমিনিয়াম তাপসহনশীল কাঠামোতে তৈরি, যা প্রিন্টেড সার্কিট বোর্ডে তাপ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে।

এতে আরও বলা হয়, লাল, সবুজ এবং নীল রঙের সমন্বয়ে আরজিবি নামক আলোকচ্ছটা এই মাদার বোর্ড প্রযুক্তিকে অনন্য করেছে। এই আলোক প্রযুক্তিকে গ্রাহক নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।

পণ্যটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.xpg.com এই ঠিকানায়।

প্রিয় প্রযুক্তি/আজাদ চৌধুরী

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...