বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) লোগো

মোবাইল ফোন অপারেটররা হ্যান্ডসেট আমদানি করতে পারবে না: বিটিআরসি

মোবাইল ফোন হ্যান্ডসেট বা ইউএসবি মডেমের ক্ষেত্রে ‘কো-ব্র্যান্ডিং’-এর জন্য এই শর্তগুলো প্রযোজ্য হবে।

রাকিবুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুলাই ২০১৮, ২১:৩৯ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ২০:৪৮
প্রকাশিত: ১৫ জুলাই ২০১৮, ২১:৩৯ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ২০:৪৮


বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) লোগো

(প্রিয়.কম) দেশের মোবাইল ফোন অপারেটররা নিজে হ্যান্ডসেট বা ইউএসবি মডেম আমদানি করতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

১৫ জুলাই, রবিবার বিটিআরসি তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের উপ-পরিচালক সামিরা তাবাসসুমের স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোন হ্যান্ডসেট বা ইউএসবি মডেমের ক্ষেত্রে ‘কো-ব্র্যান্ডিং’-এর জন্য এই শর্তগুলো প্রযোজ্য হবে।

শর্তগুলোর মধ্যে হ্যান্ডসেট বা ইউএসবি মডেম আমদানি না করার পাশাপাশি আরও রয়েছে- মোবাইল ফোন হ্যান্ডসেটের/ ইউএসবি মডেমের সিম লক প্রোভিশন থাকতে পারবে না, ইউএসবি মডেমের নিজস্ব ব্যাহ্যিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে মোবাইল অপারেটরের লোগো ব্যবহার করা যাবে, মোবাইল ফোন হ্যান্ডসেটের সম্মুখভাগে মোবাইলফোন অপারেটরের নাম বা লোগোর নামসহ মোবাইল ফোন অপারেটর সংশ্লিষ্ট কোনো কিছুই থাকতে পারবে না, মোবাইল ফোন হ্যান্ডসেটের ব্র্যান্ডনেম, মডেল নেম বা নম্বর স্পষ্টভাবে দৃশ্যমান হতে হবে ইত্যাদি।

বিটিআরসির সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে প্রবেশ করে।

প্রিয় প্রযুক্তি/শান্ত    

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...