ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ফাইল ছবি

ভালো হজব্যবস্থাপনার আশ্বাস ধর্মমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে ১১ জুলাই চলতি বছরের হজ কর্মসূচির উদ্বোধন করবেন।

আবু আজাদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৯ জুলাই ২০১৮, ২২:০৯ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ২০:১৬
প্রকাশিত: ০৯ জুলাই ২০১৮, ২২:০৯ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ২০:১৬


ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ফাইল ছবি

(ইউএনবি) এবার হজযাত্রীরা অন্যবারের তুলনায় ভালোভাবে হজ পালন করতে পারবেন বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান

৯ জুলাই, সোমবার রাজধানীর সচিবালয়ে হজ প্রস্তুতিবিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মতিউর রহমান বলেন, ‘হজের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাই এবার অন্যবারের তুলনায় ভালোভাবে হজ পালন করা সম্ভব হবে।’

মতিউর রহমান জানান, চলতি বছর মোট এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালনের উদ্দেশে সৌদি আরব গমন করবেন। এর মধ্যে ছয় হাজার ৭৯৮ জন সরকারি খরচে এবং এক লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

চাঁদ দেখাসাপেক্ষে এবার ২১ আগস্ট হজ পালনের কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে ১১ জুলাই চলতি বছরের হজ কর্মসূচির উদ্বোধন করবেন।

প্রিয় সংবাদ/আজাদ চৌধুর‌ী

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...