দ্রুত এবং সহজে নতুন কিছু শিখতে পারে এমন শিশু। ছবি: রিপন

কী করে বুঝবেন আপনার শিশুটি অন্যদের চাইতে আলাদা?

কম বয়স থেকেই আপনার সন্তানের মাঝে প্রতিভার লক্ষণ দেখা যেতে পারে, যা তাকে অন্যদের চাইলে আলাদা করে তোলে।

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৪ আপডেট: ১৬ আগস্ট ২০১৮, ২০:৩২
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৪ আপডেট: ১৬ আগস্ট ২০১৮, ২০:৩২


দ্রুত এবং সহজে নতুন কিছু শিখতে পারে এমন শিশু। ছবি: রিপন

(প্রিয়.কম) ‘আমার সন্তান কি অন্যদের চাইতে প্রতিভাবান?’ পিতামাতা অনেক সময়েই এই প্রশ্নের উত্তর খোঁজেন। কম বয়স থেকেই আপনার সন্তানের মাঝে প্রতিভার লক্ষণ দেখা যেতে পারে, যা তাকে অন্যদের চাইলে আলাদা করে তোলে। সন্তানের মাঝে এমন প্রতিভার লক্ষণ কী করে খুঁজবেন? আপনাকে এক্ষেত্রে সাহায্য করবে আমাদের আজকের ফিচারটি।

‘প্রতিভাবান’ বা ‘Gifted’

বিভিন্ন স্কুল এবং অন্যান্য প্রতিষ্ঠানে Gifted child, special বা প্রতিভাবান কথাটা বিভিন্নভাবে ব্যবহার করা হয়। এর দ্বারা কখনো কখনো শুধুই সেসব শিশুকে বোঝানো হয় যারা উচ্চ বুদ্ধিমত্তার অধিকারী। কখনো কখনো বুদ্ধিমত্তা ছাড়াও তাদের অন্যান্য প্রতিভার ওপর নির্ভর করে তাকে গিফটেড বা প্রতিভাবান বলা হয়। ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর গিফটেড চিল্ড্রেন এর সংজ্ঞা হলো:

'গিফটেড তারাই যারা উচ্চ মাত্রায় দক্ষতা দেখায় (যুক্তি প্রয়োগ এবং শিক্ষা গ্রহণের ক্ষমতা) অথবা সক্ষমতা প্রদর্শন করে (প্রতিযোগিতায় তালিকার প্রথম দশ শতাংশের মাঝে থাকে) বিভিন্ন ক্ষেত্রে। এসব ক্ষেত্রের মাঝে থাকতে পারে বিভিন্ন বিষয়ে শিক্ষা (যেমন গণিত, সঙ্গীত, ভাষা) এবং/অথবা কোনো ধরণের সেন্সরি-মোটর দক্ষতা (যেমন চিত্রাঙ্কন, খেলাধুলা, নৃত্যকলা)।'

প্রতিভার ২০টি লক্ষণ

আইকিউ টেস্ট এবং এমন বিভিন্ন টেস্ট আছে যা স্কুলপড়ুয়া বাচ্চাদের প্রতিভা পরিমাপে সাহায্য করে। এছাড়া পরিবার, শিক্ষক এবং বন্ধুবান্ধবের পর্যবেক্ষণও এক্ষেত্রে কাজ করে। এখানে দেওয়া হলো এমন কিছু লক্ষণ বা বৈশিষ্ট্য যা থাকতে দেখা যায় প্রতিভাবান বা গিফটেড শিশুদের মাঝে। তবে হ্যাঁ, একটি শিশুর মাঝে কখনো এই সবগুলো বৈশিষ্ট্য থাকবে না, একটি বা কয়েকটি থাকতে পারে।

১) যে কোনো কিছু শেখে দ্রুত, সহজে এবং ভালোভাবে।

২) বয়সের তুলনায় অনেক বেশি শব্দ জানে।

৩) অসাধারণ যুক্তি-বুদ্ধি প্রয়োগ করতে পারে।

৪) স্মৃতিশক্তি ভালো, কিন্তু মুখস্ত করা এবং মুখস্ত পড়া বলতে বিরক্ত হয়।

৫) খুব বেশি শাসন করতে হয় না, নিজেই নিয়ম মেনে চলে।

৬) নিয়ম এবং অভ্যাস মেনে চলতে পছন্দ করে।

৭) চিন্তাভাবনায় সীমিত নয়, অনেক দুর্বোধ্য এবং নতুন ধারণাও সহজে ধরতে পারে।

৮) বিভিন্ন বস্তু, পরিস্থিতি এবং ঘটনার প্রতি উৎসাহ দেখায়, গঠনশীল প্রশ্ন করে।

৯) বেশিরভাগ বিষয়ে ভালো ফলাফল করে।

১০) খুবই ভালোভাবে মনোযোগ স্থির রাখতে পারে।

১১) প্রশ্ন করা হলে দ্রুত এবং বুদ্ধিদীপ্ত উত্তর দেয়।

১২) নতুন নতুন উপায়ে সমস্যার সমাধান করতে পটু হয়।

১৩) বিজ্ঞান অথবা সাহিত্যে দারুণ উৎসাহ দেখায়।

১৪) লিখিত বা মৌখিকভাবে নিজেকে প্রকাশ করতে মৌলিকতা দেখা যায় তার মাঝে।

১৫) বিমূর্ত চিন্তা ও ধারণা করতে সক্ষম।

১৬) নিজের আবেগ-অনুভূতি প্রকাশে দ্বিধা করে না।

১৭) বিভিন্ন পরিস্থিতিতে নিজের সমবয়সীদের নেতৃত্ব দেবার প্রবণতা দেখা যায়।

১৮) কমনসেন্স ব্যবহারে দক্ষতা দেখা যায়।

১৯) কঠিন বা জটিল জিনিস নিয়ে কাজ করতে আপত্তি করে না।

২০) নিজের আশেপাশের পরিবেশ থেকে সব সময় শিক্ষা গ্রহণ করে।

আপনার শিশুটির মাঝেও কি এমন কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন? তার শিক্ষক বা আত্মীয়দের চমকে দিচ্ছে সে? তাহলে সেও ভবিষ্যতে গড়ে উঠতে পারে দারুণ প্রতিভাবান এবং সফল একজন মানুষ হিসেবে।

সুত্র: Popsugar

সম্পাদনা : রুমানা বৈশাখী 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...