সেই সপ্তম শতক থেকে আরব সংস্কৃতিতে চলে আসা উট দৌড়ে জকি হিসেবে শিশুদের ব্যবহার করা হচ্ছে। মূলত উট দৌড়ের সময় উটের উপর হালকা কিছু থাকলে বেশি সুবিধা পাওয়া যায়।
priyo.com
লেখক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০১৫, ১৪:১৮ আপডেট: ১৪ আগস্ট ২০১৮, ১৭:৩২
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০১৫, ১৪:১৮ আপডেট: ১৪ আগস্ট ২০১৮, ১৭:৩২
ছবি সংগৃহীত
(প্রিয়.কম) সেই সপ্তম শতক থেকে আরব সংস্কৃতিতে চলে আসা উট দৌড়ে জকি হিসেবে শিশুদের ব্যবহার করা হচ্ছে। মূলত উট দৌড়ের সময় উটের উপর হালকা কিছু থাকলে বেশি সুবিধা পাওয়া যায়। তাই উট মালিকরাও শিশুদের এ কাজে ব্যবহার করতো। কিন্তু শিশুদের বিকল্প নিয়ে এসেছে বিজ্ঞানীরা। উটের জকি হিসেবে বিজ্ঞানীরা ছোট ও হালকা আকারের রিমোট কন্ট্রোল রোবট আবিষ্কার করেছেন।
দুবাইতে অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহ্যবাহী উট দৌড়েও এ রোবট ব্যবহার করা হচ্ছে। সেখানে উটের উপর ৬ পাউন্ড ওজনের একটি করে রোবট থাকবে। এই রোবটগুলোকে উট মালিকরা পাশের ট্র্যাকে থেকে কন্ট্রোল করতে পারবেন। উটের ট্র্যাকের পাশাপাশি মালিকরা অন্য আরেকটি ট্র্যাকে একই সময়ে চলতে পারবেন।
এখনও উটের কিছু মালিক জকি হিসেবে মানবশিশুকেই বেশি পছন্দ করেন। সে কারণে সংযুক্ত আরব আমিরাতে শিশু জকি ব্যবহার একযুগ ধরে প্রাতিষ্ঠানিকভাবে নিষিদ্ধ হলেও এখনও সেটি পুরোপুরি বন্ধ হয়নি। কিন্তু এখন অধিকাংশ মালিকই দুই মিটার উঁচু এবং ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ছোটা উটের জকি হিসেবে মানবশিশু ব্যবহারের ভয়াবহতা সম্পর্কে সচেতন হচ্ছেন। তারা এখন জকি হিসেবে রোবট ব্যবহার করতেই বেশি পছন্দ করছেন। ২০০৩ সালে প্রথম যখন জকি হিসেবে রোবট বাজারে আসে তখন সেগুলোর ওজন ছিল প্রায় ১৩ কেজির মতো। ফলে দৌড়ের উট সেগুলোর সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারেনি।
বর্তমানে বাজারে বিভিন্ন উন্নত ধরনের রোবট জকি পাওয়া যাচ্ছে যেগুলো আকৃতিতে এবং ওজনে ক্ষুদে শিশু জকিদের মতোই। আবার এই রোবটগুলোকে ওয়্যারলেস সিস্টেমের মাধ্যমে দৌড়ের সময় প্রয়োজনীয় সংকেতও দেওয়া সম্ভব হচ্ছে। নতুন এই রোবট জকির কারণে তাই একদিকে যেমন শিশুদের এই বিপজ্জনক খেলা থেকে দূরে রাখা সম্ভব হচ্ছে, অন্যদিকে উটের দৌড়ে প্রতি বহির্বিশ্বের অনেকের মনোভাবের পরিবর্তন ঘটছে।
পাঠকের মন্তব্য(০)
মন্তব্য করতে লগইন করুন