বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হলেন শাকিব, সাধারণ সম্পাদক অমিত
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক শাকিব খান ও সাধারণ সম্পাদক অমিত হাসান।
priyo.com
লেখক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৫, ০৭:৫৩ আপডেট: ১৮ জুন ২০১৮, ০৩:৩৮
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৫, ০৭:৫৩ আপডেট: ১৮ জুন ২০১৮, ০৩:৩৮
ছবি সংগৃহীত
(প্রিয়.কম) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। একই প্যানেলের ওমর সানী ও নাদির খান সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। শাকিব-মিশা প্যানেলের মিশা সওদাগরকে হারিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অমিত হাসান। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সুব্রত।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ছিলো ৩০ জানুয়ারি। সমিতির দ্বিবার্ষিকী (২০১৫-২০১৬) এই নির্বাচনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ৫৭৯ জন ভোটারের মধ্যে ভোট দেন ৪৮৭ জন। তারা নির্বাচন করেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদ।
শুক্রবার রাত পৌনে ৩টায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান মিজু আহমেদ শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এছাড়াও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডন, দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে শানু শিবা এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কমল।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন: আমির সিরাজী, আলীরাজ, জনাব আমীর, আফজাল শরীফ, বেগম জেসমিন, ফরহাদ, মৌসুমী, রকিব খান, শহীদুল আলম সাচ্চু, সুশান্ত ও ববি।
এবার অংশ নেয় দুটি প্যানেল। একটির নেতৃত্ব দিচ্ছেন শাকিব খান ও মিশা সওদাগর, অন্যটির আহমেদ শরীফ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাকিব-মিশা পরিষদের প্রার্থী মিশা সওদাগর ও স্বতন্ত্র প্রার্থী অমিত হাসান। অমিত হাসান শেষমেষ ৬৭ ভোটে এগিয়ে থাকেন । শাকিব খানের প্রতিযোগী আহমেদ শরীফ বিপুল সংখ্যক ভোটে হেরে যান।
শাকিব খান-মিশা সওদাগরের প্যানেলে নির্বাচনে অংশ নিচ্ছেন মৌসুমী, ওমর সানি, ববি, ডন, সুব্রতসহ আরো অনেকে। এই নির্বাচনে শাকিব খান আহমেদ শরীফকে এবং অমিত হাসান মিশা সওদাগরকে পরাজিত করেন। দু’জন সহ-সভাপতি নির্বচিত হয়েছেন ওমর সানি ও নাদের খান।
কে কত ভোট পেয়েছেন :
শাকিব খান (৩৫৬ ভো্ট), ওমর সানি (২৮৮ ভোট), নাদের খান (২৯০ ভোট), অমিত হাসান (২৪৭ ভোট), মিশা সওদাগর (১৮০ ভোট), সুব্রত (৩৩৭), জ্যাকি আলমগীর (৩৬০ ভোট), সানু শিবা (২৭৪ ভো্ট), কমল (২১৫ ভোট), মৌসুমী (৪০৩ ভোট), আলীরাজ (৪০৭ ভোট), আমির সিরাজি (৩৮৮ ভোট), আফজাল শরীফ (৩৫৩ ভোট), জেসমিন (৩৮০ ভোট), ফরহ���দ (৩৯৩ ভোট), রকিব খান (৩৭৯ ভো্ট), ববি (২৬৬ ভোট), আমিরা (৩২১ ভোট), সুশান্ত (৩৩৩ ভোট) ও শহীদুল আলম সাচ্চু (২৬০ ভোট) ।
পাঠকের মন্তব্য(০)
মন্তব্য করতে লগইন করুন