ছবি সংগৃহীত

নিমিষেই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দেবে এই ৪টি প্যাক

হঠাৎ করে অনুষ্ঠান বা দাওয়াত পড়ে গেলে রূপচর্চা করার মত সময় পাওয়া যায় না। আর যদি আপনি কর্মজীবী মহিলা হন, তবে আর কথাই নেই। কিছু ফেসপ্যাক আছে যা ত্বকের উজ্জ্বলতা নিমিষেই বৃদ্ধি করে দিবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক সেই ম্যাজিক্যাল ফেসপ্যাকগুলো।

নিগার আলম
লেখক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ০২:৩৯ আপডেট: ১৫ এপ্রিল ২০১৮, ০০:৪৩
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ০২:৩৯ আপডেট: ১৫ এপ্রিল ২০১৮, ০০:৪৩


ছবি সংগৃহীত

ফটোগ্রাফার: আজিম এলাহি

(প্রিয়.কম)- নিখুঁত উজ্জ্বল ত্বক সব মেয়েদের কাম্য। বিভিন্ন কারণে ত্বক তার উজ্জ্বলতা হারাচ্ছে। ত্বকের উজ্জ্বলতা একবার হারিয়ে গেলে তা ফিরে পাওয়া বেশ কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষ। কিন্তু হঠাৎ করে অনুষ্ঠান বা দাওয়াত পড়ে গেলে রূপচর্চা করার মত সময় পাওয়া যায় না। আর যদি আপনি কর্মজীবী মহিলা হন, তবে আর কথাই নেই। কিছু ফেসপ্যাক আছে যা ত্বকের উজ্জ্বলতা নিমিষেই বৃদ্ধি করে দিবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক সেই ম্যাজিক্যাল ফেসপ্যাকগুলো।

১। বেসন ফেসপ্যাক

২ চা চামচ বেসন, ১ চা চামচ টকদই, ১/৪ চা চামচ হলুদের গুঁড়ো, ১/৪ চা চামচ কফির গুঁড়ো, ১/৪ চা চামচ কোকো পাউডার, ১০-৩০ ফোঁটা গোলাপজল, ১ টুকরো পেঁপে এবং ১/২ চা চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি তৈলাক্ত ত্বকের জন্য প্রযোজ্য। ওটস ২ টেবিল চামচ, মালাই ১ টেবিল চামচ, হলুদ ১/৪ চা চামচ, কফি ১/৪ চা চামচ, ১০-৩০ ফোঁটা গোলাপজল, ১টি কলা এবং ১/২ চা চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এটি ত্বকে লাগিয়ে শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি শুষ্ক এবং সেনসিটিভ ত্বকের ব্যবহারযোগ্য।

২। টকদই ফেসপ্যাক

১ চামচ টকদইয়ের সাথে মধু মিশিয়ে নিন। এই প্যাকটি মুখ এবং ঘাড়ে লাগিয়ে নিন। ২০ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। টকদইয়ের ভিটামিন বি, জিঙ্ক এবং ক্যালসিয়াম ত্বকের কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে। ত্বকের মৃতকোষ দূর করে প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে।

৩। মধু এবং চায়ের লিকার ফেসপ্যাক

১ কাপ ঠান্ডা চায়ের লিকার, ২ টেবিল চামচ চালের গুঁড়ো এবং ১/২ চাচামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন। চালের গুঁড়ো ত্বক এক্সফলিয়েট করে এবং মধু ত্বক ময়েশ্চারাইজ করে থাকে। এই একটি প্যাক আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দিবে এক নিমিষে।

৪। হলুদ ফেসপ্যাক

বেসন, এক চিমটি হলুদ গুঁড়ো এবং দুধ দিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি বরফের ট্রেতে ঢেলে ফ্রিজে রেখে দিন। এবার বরফটি ১ মিনিট ত্বকে ম্যাসাজ করুন। হলুদ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং দুধ ত্বকের ময়েশ্চারাইজারের কাজ করবে। বরফ ত্বকের নমনীয়তা বৃদ্ধি করে দিয়ে থাকে।

এই ফেসপ্যাকগুলো দ্রুত ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া একটুকরো অ্যালোভেরার জেল কিছুক্ষণ ত্বকে লাগিয়ে রাখুন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটিও আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে।

লিখেছেন

নিগার আলম

ফিচার রাইটার, প্রিয় লাইফ

প্রিয়.কম

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...