পুলিশের পা জড়িয়ে মন্ত্ররে কান্না!

দৈনিক সিলেট প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ১০:২৬

দৈনিকসিলেটডেস্ক: রাস্তায় পুলিশের পা জড়িয়ে কাঁদলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক মন্ত্রী। ওই নেতার এমন কাণ্ডে সেখানে উপস্থিত পথচারীসহ সবার চোখ কপালে উঠে। ভারতের উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় এ ঘটনাটি ঘটেছে। ভারতীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ রাস্তা দিয়ে চলাচলরত সব গাড়ি চেক করছিল। এমন সময় ওই রাস্তা দিয়ে জেলা বিজেপির প্রাক্তন সভাপতি এবং কাশী অঞ্চলের মন্ত্রী অনিল সিং বাড়ি ফিরছিলেন। এ সময় তার গাড়ি চেক করলে বিপত্তির শুরু হয়। গাড়ির ড্রাইভারের সঙ্গে কাগজপত্র না থাকায় পুলিশ মামলার জন্য বাকবিতণ্ডা শুরু করে। আর এতেই রাস্তায় বসে ধরনা দেওয়া শুরু করেন ওই মন্ত্রী। পরে ঘটনাস্থলে তার দলের লোকজনসহ আরও অনেকে উপস্থিত হন। কিছুক্ষণ পর স্থানীয় পুলিশ সুপার অবধেশ পাণ্ডে সেখানে উপস্থিত হন। আর পুলিশ সুপার পৌঁছানোর পরই মন্ত্রী তার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। মন্ত্রীর এমন কাণ্ডে উপস্থিত সবাই অবাক হয়ে পড়েন। পুলিশ সুপারের পা জড়িয়ে মন্ত্রী বলেন, 'এই পুলিশ আমার মান-সম্মান খেয়ে ফেলেছে। আমার সরকার ক্ষমতায় তাই এমন অপমান সহ্য করতে পারছি না। এই পুলিশের সাহস হলো কি করে।' পরে সবার আশ্বাস এবং অনুরোধে তিনি রাস্তা থেকে উঠেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us