সিলেটের ডাক’র ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ রোটারি ডিস্ট্রিক্ট ডেপুটি গভর্ণর নির্বাচিত
প্রকাশিত: ০৪ জুলাই ২০১৯, ০৯:০৯
দৈনিকসিলেটডটকম: বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, দৈনিক সিলেটের ডাক'র ব্যবস্থাপনা সম্পাদক,রোটারিয়ান ওয়াহিদুর রহমান ওয়াহিদ রোটারি ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর সুরমা জোনের ডেপুটি গভর্ণর নির্বাচিত হয়েছেন । ডিস্ট্রিক্ট গভর্ণর এম. আতাউর রহমান পীর স্বাক্ষরিত চিঠিতে তাঁকে ঐ পদে মনোনীত করা হয়। সিলেটে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক উদীয়মান ব্যবসায়ী ওয়াহিদুর রহমান ওয়াহিদ ২০০৫ সালে রোটারিতে যোগদান করেন। তিনি রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটির চার্টার মেম্বার ও প্রাক্তন প্রেসিডেন্ট। এছাড়া ইতিমধ্যে তিনি ডিস্ট্রিক্ট এসিস্ট্যান্ট গভর্ণর ও ডেপুটি ডিস্ট্রিক্ট ট্রেইনারের দায়িত্ব পালন করেছেন। আর্তমানবতার সেবায় সর্বদা নিয়োজিত পরোপকারি ব্যক্তিত্ব ওয়াহিদুর রহমান ওয়াহিদ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চান্দগ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি স্বপরিবারে নগরীর মেজরটিলায় স্থায়ীভাবে বসবাস করছেন। তিনকন্যা সন্তানের জনক ওয়াহিদুর রহমান ওয়াহিদ তাঁর উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি তিনি রোটারি ডিস্ট্রিকের গুরুত্বপূর্ণ এ পদে অধিষ্ঠিত করায় জেলা গভর্ণর এম. আতাউর রহমান পীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।