বিঘ্নিত হতে পারে বাংলাদেশ ও ভারতের উন্নয়নের স্বপ্ন
প্রকাশিত: ০৩ জুলাই ২০১৯, ১৮:১৮
বাংলাদেশ এখন ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী। এই সম্পর্ক ভারতের নিরাপত্তার অন্যতম স্তম্ভ। তাই দক্ষিণ এশিয়ার নিকট দুই প্রতিবেশী পরস্পরকে ছাড়া সমৃদ্ধি অর্জন করতে পারে না। মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গাদের বিতাড়ন বাংলাদেশ ও ভারতের অগ্রযাত্রার আকাঙ্ক্ষার পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে। তাই এ অঞ্চলের উন্নয়ন, স্থিতিশীলতা আর অগ্রযাত্রার স্বার্থে এক সঙ্গে সমস্যা সমাধানে মনোযোগী হওয়া জরুরি।