আমি কারো সম্পর্কে কোথাও কিছু বলি না। আমাকে নিয়ে কে কি বলে তারও খবর রাখি না। আমি শুধু আমার কাজটা বুঝি। আমি কাজের মানুষ। সব সময় কাজের মধ্যে ডুবে থাকতে চাই-এভাবে নিজের সম্পর্কে বললেন ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমু। টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। এই সময়ে বেশ ব্যস্ত সময়ও পার করছেন। বর্তমানে তার অভিনীত পাঁচটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। ধারাবাহিকগুলো হলো- ‘চাপাবাজ’, ‘লাকী থার্টিন’, ‘কমেডি ৪২০’, ‘ছায়াবিবি’ ও ‘ডিবি’। ধারাবাহিকগুলো প্রসঙ্গে হিমু বলেন, প্রতিটি নাটকে আমি ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শকের সামনে আসছি। নাটকগুলোর জন্য দর্শকের কাছ থেকে বেশ সাড়াও পাচ্ছি। ইউটিউবেও এই নাটকগুলোর ভিউয়ার্সের সংখ্যা অনেক। নিয়মিত এভাবে দর্শকের জন্য কাজ করতে চাই। একইসঙ্গে বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে উপস্থাপন করতে চাই। অনেকেই বলেন আপনি কমেডি ধারার গল্পে বেশি অভিনয় করেন। এই নিয়ে আপনার মন্তব্য কি? হিমুর ভাষ্য, ‘ডিবি’ নাটকে আমার চরিত্রটি অনেক সিরিয়াস। আরো অনেক নাটকেই এমন সিরিয়াস চরিত্রে অভিনয় করেছি। কমেডি নাটকেও সিরিয়াস চরিত্রে আমাকে দেখা গেছে। সত্যি বলতে, আমি ব্যতিক্রম কিছু করতে চাই। এই সময়ে আমাদের নাটকে ভালো গল্পের অভাব আছে। এরমধ্যেও চেষ্টা করি আমার অভিনীত চরিত্রে যেন দর্শক নতুন কিছু পায়। এদিকে প্রায় পাঁচ বছর পর সিনেমায় ফিরলেন ছোট পর্দার এই অভিনেত্রী। চলচ্চিত্রের নাম ‘আমার মা’। পরিচালনা করছেন শাহরিয়ার নাজিম জয়। এ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন হিমু। ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, এর গল্প খুব সুন্দর। এতে আমার চরিত্রটিও দারুণ। পারিবারিক গল্প নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। এতে আমি একজন এতিম মেয়ের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রের দৈর্ঘ্য কম হলেও অভিনয় দেখানোর সুযোগ আছে। প্রযোজনা সূত্রে জেনেছি কারিগরি কিছু কাজের পর দ্রুতই ছবিটি মুক্তি পাবে। হিমুকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ২০১৪ সালে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘এক কাপ চা’। ছবিটি পরিচালনা করেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। সেই সময় এই ছবিতে তার চরিত্রটি দর্শকের কাছে প্রশংসিত হয়। এর আগে ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ’ নামের একটি ছবিতে অভিনয় করেন হিমু। চলচ্চিত্রে এত কম কেন? এই প্রসঙ্গে তিনি বলেন, আমি চলচ্চিত্রে অভিনয় করতে চাই। কিন্তু আমি জানি না চলচ্চিত্রের নির্মাতারা কেন আমাকে ডাকেন না! আর আমি নিজেও আমাকে চলচ্চিত্রে কাজ করানোর জন্য কারো কাছে বলে বেড়াই না । হয়তো এই কারণে চলচ্চিত্রের মানুষদের সঙ্গে আমার দূরত্ব রয়েছে। ভালো গল্প ও চরিত্র পেলে আমি বড় পর্দায় নিজেকে নিয়মিত ব্যস্ত রাখতে চাই। অভিনয়ের বাইরে পরিচালনার সঙ্গেও যুক্ত এ অভিনেত্রী। গেল বছর নাটক পরিচালনার ঘোষণাও দিয়েছিলেন। কথা অনুযায়ী পরীক্ষামূলকভাবে একটি ডকুমেন্টারি নির্মাণ করেছেন। কিন্তু এরপর নাট্যনির্মাণ সংশ্লিষ্ট কোনো কাজে তাকে আর দেখা যায়নি। তবে প্রযোজনার সঙ্গে যুক্ত আছেন তিনি। এ পর্যন্ত বেশ কয়েকটি নাটক প্রযোজনা করেছেন। অবশ্য বর্তমানে ব্যস্ত শুধু অভিনয় নিয়েই। গেল দুই বছরে শোবিজে তার সমসাময়িক অনেকে বিয়ের কাজটি সেরে ফেলেছেন। হিমু কবে বাস্তবে বউ সাজে দেখা দেবেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আল্লাহ যখন হুকুম করবেন তখনই বিয়ে হবে। এ নিয়ে কোনো লুকোচুরি করবো না। বিয়ে করলে সবাই জানতে পারবে। না করলেও সেটি সবাই দেখবে। এখন কাজ নিয়ে ব্যস্ত আছি। এভাবেই থাকতে চাই।