এটি নন্দিনী উপন্যাসের পাতা থেকে উঠে আসা কোনো চরিত্র নয়। গোলাপের মতো দেখতে ভিনদেশি এক ফুল। আবার খাড়া পাতাসহ ডগা দূর থেকে অনেকটা টিউলিপের মতো দেখায়। দীর্ঘ গবেষণায় এক যুগ আগে এই দেশের জলহাওয়ায় ফুলটি ফোটাতে সক্ষম হয়েছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক আ ফ ম জামাল উদ্দিন। তিনিই আদর করে এর নাম রেখেছেন নন্দিনী। এবার তাঁর তত্ত্বাবধানে নন্দিনীর নতুন...