সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের আল্টিমেটাম

মানবজমিন প্রকাশিত: ১৬ জুন ২০১৯, ০০:০০

সিলেটের ট্রাক শ্রমিক রায়হান আহমদ চৌধুরীকে টাঙ্গাইলে পরিকল্পিত হত্যার প্রতিবাদে আন্দোলনে নেমেছে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। গতকাল শনিবার বিকেলে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনের সহস্র্রাধিক শ্রমিক। তারা টাঙ্গাইল পুলিশ কর্তৃক লাওয়ারিশ লাশ হিসেবে দাফন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিহতের পরিবার কর্তৃক দায়েরকৃত মামলা রেকর্ড ও জড়িতদেরকে গ্রেপ্তার না করলে পরিবহন ধর্মঘটসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকারের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য আলী আহমদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মাকন মিয়া, জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাব্বীর আহমদ ফয়েজ, ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা আমীর উদ্দিন, সংগঠনের কার্যকর সভাপতি আবদুস সালাম (সালাম মিয়া) সহ সভাপতি জুবের আহমদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সহ সম্পাদক আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক মো. সামাদ রহমান, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, নিবাহী সদস্য আবদুল জলিল, আবদুুুল মতিন ভিআইপি, বিলাল আহমদ, দক্ষিণ সুরমা- মোগলাবাজার আঞ্চলিক কমিটির সাবেক সভাপতি কাউছার আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মারুফ আহমদ, নিহত রায়হানের ভাই আমান আহমদ চৌধুরী, চাচা উকিল আহমদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক কমিটির সাবেক সভাপতি রাসেল আহমদ টিটু, জুমায়েল ইসলাম জুমেল প্রমুখ। এ সময় ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক ও বর্তমান বিভিন্ন উপ-কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে শ্রী আবু সরকার বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু নিহত ট্রাক শ্রমিক রায়হানের পরিচয় জানার পরও টাঙ্গাইল সদর থানা পুলিশ অন্যায়ভাবে লাওয়ারিশ হিসেবে লাশ দাফন করেছে। যা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। তাই আগামী ৪৮ ঘণ্টার ভিতরে যদি মামলা গ্রহণ ও জড়িদের গ্রেপ্তার করা না হয়, তাহলে পরিবহন ধর্মঘটসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us