মো. রেজাউল করিম (৩৪) স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন। বেতন ভাতা হয়নি এখনও। এদিকে ৩৮তম বিসিএস ফলাফল প্রার্থী। নিশ্চিত টিকে যাবেন-এমন আশার বাণী শুনালেন তিনি। কিন্তু নিরাশায় আচ্ছন্ন তাঁর হৃদয়-মন তথা গোটা পরিবার। মো. রেজাউল করিম জটিল রোগে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাই এ্যাপোলো হাসপাতাল গিয়েছেন দু’বার। তাঁর রক্তের হিমোগ্লোবিন সমস্যা। লৌহকণিকা বৃদ্ধি হচ্ছে না। ডাক্তাররা বলেছেন, সম্পূর্ণ রক্ত পরিবর্তন করে নতুন রক্ত প্রতিস্থাপন করলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। আর এর জন্য প্রয়োজন বিপুল অঙ্কের অর্থ। প্রয়োজন ৫০ লাখ টাকা। গরিব বাবা সহায় সম্বল বিক্রি করে ছেলেকে দুই-দুইবার ভারতের চেন্নাই এ্যাপোলো হাসপাতালে পাঠান। সেখানে দীর্ঘদিন চিকিৎসা নেন। কিন্তু, অর্থ সংকটের কারণে চিকিৎসার মাঝপথে ফিরে আসতে হয় বাড়িতে। ইতিমধ্যে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এক লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বাকি টাকা কোথায় পাবে...! কে দেবে...! অভাবি বাবা-মা গোটা পরিবার এখন দিশাহারা। রেজাউল করিমের বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের পশুরামপাড়া গ্রামে। তার বাবার নাম ফেরদৌস হোসেন একজন শ্রমজীবী মানুষ। কেউ আছেন হৃদয়বান... বিত্তবান... যাঁর সহায়তায় একটি প্রতিভাবান জীবন প্রদীপ উজ্জ্বলিত হয়ে উঠবে ! মানুষতো মানুষের জন্যই। রেজাউল করিমের ব্যাংক হিসাব নম্বর-২১০৮৮, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, লালমনিরহাট শাখা। তার মোবাইল নম্বর-৮৮-০১৭২৩-১২৮৮৫২।