ঈদে বাড়ি যাব। তাই শুরু হলো টিকিটযুদ্ধ। রেলওয়ের অ্যাপে, অনলাইনে, স্টেশনে ঢুঁ মেরে যখন হতাশ, তখন বড় ভাই আমার হয়ে নামলেন যুদ্ধে। অসীম ধৈর্যের পরিচয় দিয়ে অ্যাপে মিলল ঢাকা টু রাজশাহীর বিরতিহীন ট্রেন বনলতার টিকিট। মনে হলো যেন সোনার হরিণই পেলাম।
আট বছরের মেয়েকে নিয়ে আমার ঈদযাত্রা ছিল সোমবার, ৩ জুন বেলা সোয়া একটায়। ১ জুন থেকেই উত্তরবঙ্গগামী ট্রেনের শিডিউল বিপর্যয়ের খবর আসছিল। তবে বনলতা ছাড়ছিল ঠিক...