প্রথম সেটে দুরমুশ হওয়ার পরে দ্বিতীয় সেটে অবশ্য জোকোভিচ প্রবল ভাবে প্রতিরোধ গড়ে তোলেন। নাদালকে সার্ভিস ভাঙতে দেননি। উল্টে নাদালের সার্ভিস ভেঙে ৬-৪ ঘুরে দাঁড়ান তিনি।