world: এত দিন মানে, ১৩০ বছর ধরে এটাই ছিল এক কিলোগ্রামের মাপ। ২০ মে থেকে আর তা বলা হবে না। ওই দিন বিশ্ব মেট্রোলজি ডে-তে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির হান্টিংটন হলে কিলোগ্রাম, অ্যাম্পিয়ার, কেলভিন ইত্যাদি ইউনিটের নতুন সংজ্ঞা শোনাবেন নোবেলজয়ী পদার্থবিদ উলফগ্যাং কেটের্লে।