বহুমুখী প্রতিভার এক বিরল মানুষ দ্বিজেন্দ্র লাল রায়, মৃত্যুদিনে প্রণাম
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০৮:০৩
অজয় দাশগুপ্ত : শুধু একটি গান দিয়েও চিরকাল বেঁচে থাকা যায়। যদি তা হয় অনন্ত আনন্দ ও প্রেমের উৎস। স্বদেশী আন্দোলনের সময় লিখে সুর দিয়ে নিজে গেয়েছিলেন, ধন ধান্য পুস্পে ভরা, আমাদের এই বসুন্ধরা… এমন গান এখনো বাঙালির বুকের তলা সজল করে রাখে। বহুমুখী প্রতিভার এক বিরল মানুষ। জানি না কি কারণে রবীন্দ্রনাথের বিরোধিতায় সময় …