নিউজ ডেস্ক : আমনের পর বোরো মৌসুমেও দেশে বাম্পার ফলন হয়েছে ধানের। ফলন দেখে খুশির আভা ফুটেছিল কৃষকের মুখে। তবে সেই খুশি মিলিয়ে গেছে দ্রুত। কারণ ফলন বাড়লেও দাম কম ধানের। স্থানভেদে ৪০০-৫০০ টাকায় ঘুরছে প্রতিমণ ধানের দাম। অথচ প্রতিমণ ধান উত্পাদন করতে খরচ হয়েছে ৭০০-৮০০ টাকা। গড়ে মণপ্রতি ৩০০ টাকা লোকসান হচ্ছে কৃষকের। জনবল …