মফস্বল শহরের পৌর এলাকায় যাঁরা বাস করেন, অনেক সময় তাঁদের মধ্যে একধরনের মিশ্র অনুভূতি কাজ করে। বিশেষ করে পৌর এলাকার একেবারে সীমানা ঘেঁষে যাঁদের বাস, তাঁদের মধ্যে একই সঙ্গে আত্মতুষ্টি এবং ক্ষোভ কাজ করে। পৌর এলাকার নাগরিক হওয়ায় একধরনের শহুরে আভিজাত্যের ভদ্রস্থ অহম তাঁরা উপভোগ করেন। কিন্তু তাঁরা যখন দেখেন, নাগরিক সুবিধার দিক থেকে পৌরসভার সীমানার ১০০ গজ বাইরের বাসিন্দার সঙ্গে তাঁদের কার্যত কোনো...