অংক পরীক্ষা ‘কঠিন' হওয়ায় ক্ষুব্ধ জার্মানির শিক্ষার্থীরা, ৬০ হাজারের বেশি পিটিশন
প্রকাশিত: ০৮ মে ২০১৯, ১৯:৪০
মাকসুদা লিপি: অংক পরীক্ষা তাদের ভাষায় ‘কঠিন’ হওয়ায় জার্মানি জুড়ে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করেছেন। ইতোমধ্যে বাভারিয়াসহ জার্মানির নয়টি রাজ্যের ষাট হাজারের বেশি শিক্ষার্থী পিটিশনটি স্বাক্ষর করেছেন। এতে ইতোমধ্যে যে পরীক্ষা নেয়া হয়েছে, সেটির মূল্যায়নের ক্ষেত্রে নীতিমালা শিথিল করার দাবিও করা হয়েছে। ডয়েচে ভেলে পিটিশনটির আয়োজকরা বলেছেন, ২০১৬ সালের পরীক্ষা চাহিদামতো ছিল, ২০১৭ সালে সেটা …