ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রকে সামরিক হস্তক্ষেপের আহ্বান জানাতে পারেন গুয়াইদো
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০০:০০
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রকে সামরিক হস্তক্ষেপের আহ্বান জানানোর কথা বিবেচনা করছেন দেশটির বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদো। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে তার নেতৃত্বাধীন একটি বিক্ষোভ ব্যর্থ হয়। এর কয়েকদিন পরেই এমন কথা জানালেন তিনি। এ খবর দিয়েছে বিবিসি।গুয়াইদো বিবিসি’কে বলেছেন, মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে সকল অপশনই বিবেচনা করবেন তিনি। এর মধ্যে মার্কিন সামরিক হস্তক্ষেপও রয়েছে।গত সপ্তাহে মাদুরোর বিরুদ্ধে সামরিক বিদ্রোহ গড়ে তোলার এক চেষ্টায় ব্যর্থ হন গুয়াইদো। ওই বিক্ষোভে দুই কিশোরসহ অন্তত চার জন প্রাণ হারান। পাল্টা জবাবে মাদুরো সামরিক ঘাঁটিতে গিয়ে সেনাদের পাশে নিয়ে গুয়াইদোর বিরুদ্ধে ভাষণ দেন।গত সপ্তাহে গুয়াইদো নেতৃত্বাধীন বিক্ষোভের বিষয়ে মাদুরো শুক্রবার সেনাদের উদ্দেশ্যে বলেন, সকল অভ্যুথান পরিকল্পনাকারীদের পরাজিত করুন। তিনি বলেন, কাওকে ভেনেজুয়েলার পবিত্র মাটি নষ্ট করার বা এখানে যুদ্ধ লাগানোর সাহস করবেন না। চলতি বছরের জানুয়ারি মাসে নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন গুয়াইদো। গত বছরের নির্বাচন ও মাদুরো সরকারকে অবৈধ ঘোষণা করেন তিনি। তার ঘোষণা অনুসরণ করে তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রসহ অন্তত ৫০টি দেশ। কিন্তু রাশিয়া, চীন ও ভেনেজুয়েলার সামরিক বাহিনীর প্রধানদের সমর্থন রয়েছে মাদুরোর পাশে। তিনি ক্ষমতা ছেড়ে দিতে অস্বীকৃতি জানান।সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে গুয়াইদো বলেন, আমার মনে হয় আমার প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন বেশ জোরালো। পুরো বিশ্বের মতো আমরাও তার এই অবস্থানকে সম্মান করি।মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপ চাইবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ন্যাশনাল পার্লামেন্টের প্রেসিডেন্ট হিসেবে আমি সকল প্রয়োজনীয় অপশনই বিবেচনা করবো।এদিকে, ট্রাম্প গত শুক্রবার জানিয়েছেন, তিনি ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের কথা ভাবছেন না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ফোনালাপের পর এমনটা জানান তিনি।ট্রাম্প জানান, পুতিন তাকে বলেছেন যে, ভেনেজুয়েলা ইস্যুতে জড়াতে চায় না রাশিয়া। তারা কেবল সেখানে ইতিবাচক পরিবর্তন দেখতে চান। ট্রাম্প বলেন, আমিও তার সঙ্গে একমত পোষণ করি। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রোববার (৫ই মে) রাশিয়াকে হুশিয়ারি দিয়ে বলেছেন, রুশদের ভেনেজুয়েলা থেকে বের হয়ে যেতে হবে। এটা খুবই পরিষ্কার যে, আমরা চাই তারা বের হয়ে যাক। আমরা ইরানিদেরও বাইরে দেখতে চাই, কিউবানদেরও বাইরে দেখতে চাই।