দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির অধিগ্রহণ করা এলাকার বাইরের কয়েকটি গ্রামে নিয়মিত জোরালো ভূকম্পন হচ্ছে। গ্রামবাসী বলছেন, কম্পনের কারণে এলাকার বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে। লোকজন ঝুঁকি নিয়ে এসব ঘরে থাকছে। অন্যদিকে খনির পূর্ব পাশের গ্রামগুলোর নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। এতে এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিচ্ছে।